শহরে টিসিবির পণ্য বিক্রি শুরু
মাহবুবুর রহমান রাহেল॥ পবিত্র রমজান মাস উপলক্ষে মৌলভীবাজার জেলা শহরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। সোমবার ৩০ মে সকাল থেকে এ পন্য বিক্রি শুরু হয়েছে। শেরপুরস্থ টিসিবির আঞ্চলিক কার্য্যালয়ের কর্মকর্তা জামাল উদ্দিন জানান, সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে এ পণ্য বিক্রি করা হবে।যত দিন পর্যন্ত মাল মজুত থাকবে ততদিন চলবে। টিসিবির পণ্য খুচরা বিক্রির সময় সবকটি পন্য একত্রে নিতে হবে এ ধরনের বাধ্যবাদকতা নেই। ট্রাকের মাধ্যমে টিসিবির এ প্রকল্পের আওতায় সিলেট বিভাগের ছয় জন ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া শুরু হয়েছে। ডিলারদের মধ্যে মৌলভীবাজারে ২ জন, হবিগঞ্জে ২ জন, ব্রাক্ষণবাড়িয়ায় ২ জন। ট্রাকে করে বিক্রিত মালামালের মধ্যে রয়েছে ছোলা (অষ্ট্রেলিয়া) প্রতি কেজি ৭০ টাকা, মসুর ডাল (কানাডা) প্রতি কেজি ৮৯.৯৫ টাকা, চিনি প্রতি কেজি ৪৮ টাকা ও বোতলজাত সয়াবিন তৈল ৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। পণ্য বিক্রি রমজানের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে।
মন্তব্য করুন