শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ জন শিক্ষার্থী পেলো এইচপিভি টিকা

November 6, 2024,

শাহরিয়ার খান সাকিব : মৌলভীবাজারে শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এইচপিভি টিকা দেওয়া হয়েছে। সোমবার ৪ নভেম্বর বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৩৭ জন কিশোরীকে এ টিকা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা: মো: মামুনুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম, সহকারী শিক্ষক পারুল বেগম, মো. মনির মিয়া, আবিদা খাতুন, দিলারা বেগম চৌধুরী, রোজিনা সুলতানা রোজি, রাশেদা খানম সেবা, সুমাইয়া ফেরদৌস চৌধুরীসহ ওয়্যার্ড হেলথ অর্গানাইজেশনের সদস্যরা।

শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম জানান, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত টিকা গ্রহণকারী কোনো মেয়ে অসুস্থ হয়নি। আমার বিদ্যালয়ের ৩৭জন কিশোরীকে এই টিকা দেওয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ে সূত্রে জানা গেছে-এ বছর ১ লাখ ৩ হাজার ৪৯০ জন ১০ থেকে ১৪ বছরের কিশোরী মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধী টিকা দেয়া হবে।

বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বাংলাদেশে নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। এই মরণব্যাধী প্রতিরোধ করে এইচপিভি টিকা। যা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। বাংলাদেশ সরকারকে এই টিকাদান কার্যক্রমে সহযোগিতা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও গ্যাভি।

৫ম থেকে ৯ম শ্রেণি বা তার সমমানে অধ্যয়নরত সকল ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরী (যারা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নয়) তাদের এক ডোজ এইচপিভি টিকা দেয়া হবে। ৫ম থেকে ৯ম শ্রেণি বা তার সমমানের ছাত্রীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এইচপিভি টিকা দেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com