শহীদ জিয়া স্মৃতি কেন্দ্র লাইব্রেরি ইউকের পরিচালনা পরিষদের সভা অনুষ্টিত ও পরিচালনা পরিষদ পুনর্গঠিত

April 11, 2017,

লন্ডন প্রতিনিধি॥ শহীদ জিয়া স্মৃতি কেন্দ্র লাইব্রেরি ইউকের পরিচালনা পরিষদের এক জরুরি সভা সংগঠনের বেথনালগ্রীনস্থ কার্যালয়ে পরিচালনা পরিষদের চেয়ারম্যান শরীফুজ্জামান চৌধুরী তপনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ জাবেদ ইকবালের পরিচালনায় অনুষ্টিত হয়। সভায় সংগঠনের কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে বর্তমান কমিটিকে বিলুপ্ত করে শরীফুজ্জামান চৌধুরী তপন কে চেয়ারম্যান, এম এ কাদির, লুৎফুর রহমান, সৈয়দ জাবেদ ইকবাল, কো-চেয়ারম্যান ও সৈয়দ শাকেরুজ্জামানকে সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম খানকে যুগ্ম সম্পাদক, ফয়সল আহমেদকে ট্রেজারার নবাব আলী হাসান খানকে সাংগঠনিক সম্পাদক এবং মাওলানা কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম শাজাহান, এমাদুর রহমান, মুস্তাফিজ খন্দকার পায়েল, সজীবুর রহমান, সাহেদ উদ্দিন চৌধুরী, দেওয়ান মইনুল হক উজ্জ্বল, আতিকুর রহমান, জিয়াউর রহমান, সৈয়দ আকবর, সাজ্জাদ আলী, খন্দকার আব্দুল করিম নিপু, মশিউর রহমান ফখরুল, আব্দুল আহাদ, অলিউর রহমান চৌধুরী ফাহিম, জাহাঙ্গীর আহমেদ, সাদেক আহমেদ প্রমুখকে সদস্য করে ২৭ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ আগামী দুই বছরের জন্য গঠন করা হয়। সভায় জাসাসের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সম্পাদক নাহিন আহমেদ মোমতাজীকে সংগঠনের শুরু থেকে সর্বাত্বক সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয় এবং তাকে সংগঠনের বাংলাদেশ সমন্বয়কারী হিসাবে দায়িত্ব প্রদান করা হয়। তিনি সাদরে এই দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেন এবং তার সহযোগিতার হাত সম্প্রসারিত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। সম্প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে গঠিত এই গ্রন্থালয়ে দেশনায়ক তারেক রহমান লাইব্রেরি পরিদর্শন করে প্রায় দুই শতাধিক মূল্যবান বই হস্তান্তর করায় সংগঠনের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন বাংলাদেশী জাতিয়তাবাদ ভিত্তিক উৎপাদন ও সমৃদ্ধির রাজনীতি,কে বেগবান করতে দেশ বিরোধী আওয়ামী বাকশালী ভারতীয় আধিপত্যবাদের সেবাদাস দের মূলোৎপাঠন করতে ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তির বিকল্প নাই তাই যেকোনো মূল্যে ভারতীয় আধিপত্যবাদের বিস্তারকে রুখতে হবে বলে সভায় শপথ নেয়া হয় এবং এই লক্ষ্যে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করা হয়, শহীদ জিয়া স্মৃতি কেন্দ্র লাইব্রেরি ইউকে র উদ্দোগ্যে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের জন্য বিস্তারিত কর্মসূচি এবং “স্বাধীনতার ঘোষক জিয়া “স্মারক গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বক্তারা এই সংগঠনের কার্যক্রমকে সফল করতে সকল জাতীয়তাবাদী শক্তির সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন এবং এর ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার সংকল্প ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com