শহীদ তারা মিয়া
নাম ছাড়া॥ শহীদ শ্রদ্ধাঞ্জলী আর কবর জিয়ারতের মাধ্যমে শহীদ তারা মিয়ার ৪৭ তম মৃত্যু বার্ষিকী পালিত হয় ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার।
শহীদ তারা মিয়া স্মৃতি পরিষদের উদ্যেগে সকাল ১০.০০ ঘটিকায় স্হানীয় চাঁদভাগস্থ শহীদ তারা মিয়ার পারিবারিক কবরস্থানে শহীদ তারা মিয়া স্মৃতি পরিষদের সদস্য বৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ, শহীদ তারা মিয়ার স্বজন এবং চাদঁভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমন্বয়ে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে অনুষ্টান শুরু হয়।
পরে সকাল ১১.০০ ঘটিকায় চাদঁভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতাপাঠ, জাতীয় সংগীত এবং ১৯৭১ সালের সকল শহীদদের সন্মানার্থে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালনের মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহীদ তারা মিয়া স্মৃতি পরিষদের সভাপতি অরিজিৎ আচার্য্য অপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজল কান্তি দাস এর সঞ্চালনায় শহীদ তারা মিয়ার স্মৃতিচারণ মুলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধাণ অতিথি বালাগঞ্জ পূর্ব গৌরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শহীদ তারা মিয়ার ভাগ্না জনাব মীর্জা আব্দুল মতিন (তজমুল)।
বক্তব্য রাখেন জনাব সাইফুল ইসলাম মাষ্টার। সাবেক শিক্ষক শ্রীযুক্ত কেতকী রঞ্জন চক্রবর্ত্তী। শহীদ তারা মিয়ার ভাগ্না মোঃ খলিল মিয়া। স্হানীয় আওয়ামীলীগ নেতা মোঃ বাতির মিয়া। উত্তরভাগ ইউ পি সদস্য মোঃ জুয়েল আহমদ, উত্তরভাগ ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ মকলু মিয়া, সাংগঠনিক সম্পাদক নেপাল দাস। বক্তব্য রাখেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ।
চাদঁভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সারওয়ার আহমহ, শিক্ষক সুজিত দে।
উক্ত স্মৃতিচারণ আলোচনা সভার উপস্থিত বক্তাগন শহীদ তারা মিয়া কে মুক্তিযোদ্ধা উপাধীতে ভূষিত করার জোরালো দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্যা সাজনা বেগম ও রতœা বেগম। ছাত্রছাত্রী, শিক্ষক ও স্হানীয় মুরব্বীয়ান গন।
পরিশেষে সমাপনী বক্তব্যে রাখেন শহীদ তারা মিয়া স্মৃতি পরিষদের সভাপতি অরিজিৎ আচার্য্য অপু। এসময় উপস্থিত প্রিন্ট মিডিয়া সাংবাদিকগণের মাধ্যমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা তথ্য সংরক্ষন বিভাগ সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে শহীদ মুক্তিযোদ্ধা নিবন্ধনে তারা মিয়ার নাম লিপিবদ্ধ, চাদঁভাগ সড়ক কে শহীদ তারা মিয়া সড়কে নামান্তর ফলক উন্মোচন এবং একটি গেইট নির্মানের সবিনয় প্রার্থনা জানিয়ে সভা সমাপ্ত করেন। সবশেষে সিন্নী বিতরণের মাধ্যমে আজকের আয়োজন সমাপ্ত হয়।
মন্তব্য করুন