রাজনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

February 21, 2022,

স্টাফ রিপোর্টার॥ রাজনগরে নানা আয়োজনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আত্মত্যাগকারী ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি রাত ১২ টা ১ মিনিটে রাজনগর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বিএনপি, রাজনগর প্রেসক্লাব, উপজেলা পূজা উদযাপন পরিষদ, জাসদ, জাসদ-ছাত্রলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন সমূহ। পরে সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুক্তি চক্রবর্তী। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম খানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিবাস চন্দ্র পাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, রাজনগর সরকারি কলেজের প্রভাষক শাহানারা রুবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, সাংবাদিক আব্দুল আজিজ, শিক্ষক রেজওয়ানুল হক পিপুল, শিক্ষার্থী বিদিপ্তা গুপ্ত চৌধুরী প্রমুখ।
পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। দুপুরে মসজিদ, মন্দির সহ বিভিন্ন উপাসনালয়ে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com