শহীদ মিনারে বই মেলায় মানুষের ভীড়
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে পৌর শহীদ মিনার প্রাঙ্গনে এম কে দত্ত পাবলিকেশন ফোরামের আয়োজনে ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহযোগীতায় আয়োজিত তিন দিনব্যাপী বই মেলার দ্বিতীয় দিনে মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
বৃহস্পতিবার বিকেলে বই মেলায় গিয়ে দেখা যায়, মেলায় আসা দর্শনার্থীরা একদিকে বই দেখছেন, কিনছেন। অন্যদিকে পৌর শহীদ মিনারের উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন।
রুমানা আক্তার নামে এক তরুনী বলেন, বই মেলার খবর পেয়েই এখানে এসেছি। মফস্বল থেকে অধিকাংশ মানুষই ঢাকায় কেন্দ্রীয় বই মেলায় যেতে পারি না। এখানে বই মেলা হওয়ায় আমাদের জন্য খুবই সুবিধা হচ্ছে। পছন্দসই বই সংগ্রহ করতে পারছি।
শ্রীমঙ্গলের নাগরদোলা থিয়েটারের সাধারণ সম্পাদক শিমুল তরফদার বলেন, বইয়ের সাথে এই প্রজন্মের তরুনদের সম্পৃক্ত করতে হলে এ ধরনের বইমেলার আয়োজন বেশি করতে হবে। যেহেতু ঢাকায় বই মেলায় যাওয়ার সুযোগ হয় না, তাই বাড়ির কাছে এ ধরনের বই মেলা অনেক গুরুত্ব বহন করে।
আয়োজন কমিটির সদস্য মৌলভীবাজার উপজেলা সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিনেন্দু ভৌমিক জানান, বই মেলা বাঙ্গালীর প্রাণের মেলা। আকাশ সংস্কৃতির যুগে মানুষ বই এর প্রতি আগ্রহ হারাচ্ছে। বিশেষ করে বই এর প্রতি নতুন প্রজন্মকে আকৃষ্ট করতেই এই বইমেলার আয়োজন।
এম কে দত্ত পাবলিকেশনের প্রকাশক মনোজ দত্ত বলেন, ২০১৯ এর ২৪ জানুয়ারি উদ্বোধনী প্রকাশনা ও ১২টি বইয়ের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মোড়ক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এবং ২০১৯ সাল ব্যাপী এম কে ডি পি এফ তাদের কর্মসূচী ঘোষনা করে। সেই কর্মসূচীর আওতায় বিভাগীয় ও উপজেলা ভিত্তিক বছরব্যাপী বই মেলার অংশ হিসেবে শ্রীমঙ্গল পৌরসভার শহীদ মিনার চত্বরে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহযোগিতায় ‘এম কে ডি পি এফ- বইমেলা’র আয়োজন করা হয়।
মন্তব্য করুন