শাহ্ আব্দুল করিমের কালজয়ী গান গণ মানুষের মন আন্দোলিত করে- আবদুর রশিদ চৌধুরী

September 13, 2023,

সালেহ আহমদ (লিপক) একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম স্মরণ সভা ও শাহ্ আব্দুল করিম রচিত গানের আয়োজন করে বাংলাদেশ পোয়েটস ক্লাব।

মঙ্গলবার ১২ সেপ্টেম্বর রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সময়ে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পোয়েটস ক্লাব চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক বাংলাদেশ বার্তা প্রকাশক ও সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী। তিনি তার বক্তব্য বলেন, শাহ্ আব্দুল করিমের কালজয়ী গান গণমানুষের হৃদয়ে আন্দোলিত করি। তাই বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম বাংলাদেশের লোকসাহিত্যে এবং লোকসংস্কৃতিতে অমর গাঁথা হয়ে থাকবেন চিরদিন। আমরা তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

অনুষ্ঠানে শাহ আব্দুল করিমের গান পরিবেশন করেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের পরিচালক গীতিকার ঢালী  মোহাম্মদ দিলওয়ার, সিলেট বিভাগীয় সভাপতি সাংবাদিক হৃষীকেশ রায় শংকর, ঢাকা মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক গীতিকার মিয়া আসলাম প্রধান, সিলেট জেলা কমিটির নতুন সদস্য নাসরিন সুলতানা প্রমুখ।

শাহ্ আব্দুল করিম স্মরণে বক্তব্য রাখেন পোয়েটস ক্লাব লন্ডন সভাপতি কবি ফয়জুর রহমান, কলকাতা সভাপতি কবি মুহাম্মদ আল্লারাখা, সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক কবি শাহিনা জালালি পেয়ারা, সিলেট মহানগর সভাপতি কবি ধ্রুব গৌতম, ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি কবি সৈয়দা শিরিন আক্তার, সহ-সভাপতি কবি ইউনুস সরকার, ঢাকা জেলা ও বিভাগীয় সভাপতি কবি আতাউল ইসলাম সবুজ, নেত্রকোনা জেলা সভাপতি কবি তৌফিকা আজাদ, সিলেটের বালাগঞ্জ শীতল পাটি সাহিত্য পরিষদের সভাপতি কবি মুহাম্মদ আব্দুল ওয়াহিদ, বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা সভাপতি কবি সালেহ আহমদ (স’লিপক) ও নরসিংদী জেলা সভাপতি কবি মুর্শিদা ভূঞা মীরা।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ পোয়েটস ক্লাব চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আজকের যারা আলোকিত তারা আগামী দিনের জাতির আলোক বর্তিকা হয়ে কাজ করবেন। আজকের কবি মুর্শিদা ভূঞা মীরাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ পোয়েটস ক্লাব আয়োজিত বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম স্মরণসভায় যারা যোগদান করেছেন তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com