শিক্ষককে মারধরের ঘটনার জের বড়লেখায় এনসিএম স্কুল ফের বন্ধ ঘোষণা
আব্দুর রব॥ বড়লেখার দক্ষিণভাগ এনসিএম হাইস্কুলের শ্রেণী কার্যক্রম টানা তিনদিন বন্ধ থাকার পর মঙ্গলবার কর্তৃপক্ষ ফের স্কুল বন্ধ ঘোষণা করেছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীদুল ইসলামকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব স্কুল বন্ধের ঘোষণা দিয়েছেন।
বিভিন্ন সুত্রে জানা গেছে, ২৪ সেপ্টেম্বর স্কুলের প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার জের ধরে ২৮ সেপ্টেম্বর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীদুল ইসলাম নির্মমভাবে মারধরের শিকার হন। এর জেরে পরদিন ২৯ সেপ্টেম্বর স্কুলে উত্তেজনা দেখা দিলে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তিনদিন স্কুল বন্ধের ঘোষণা দেন।
মঙ্গলবার স্কুলের শ্রেণী কার্যক্রম শুরুর কথা থাকলেও ফের উত্তেজনা দেখা দেয়ার আশংকায় উপজেলা প্রশাসন আরো তিনদিনের জন্য স্কুলের শ্রেণী কার্যক্রম বন্ধের ঘোষণা দেন। এতে মঙ্গলবার সকালে ছাত্রছাত্রীরা স্কুলের প্রধান ফটক থেকে ফিরে যায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব জানান, স্কুল খোলার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনিতির আশংকায় ইউএনও এবং জেলা শিক্ষা অফিসারের পরামর্শক্রমে আরো তিনদিন স্কুলের শ্রেণী কার্যক্রম বন্ধের ঘোষণা দিতে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিকে নির্দেশ দিয়েছেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মুকিত লুলু জানান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে মঙ্গলবার থেকে তিনদিন স্কুল বন্ধের ঘোষণা দেয়ার সত্যতা স্বীকার করেন।
মন্তব্য করুন