শিক্ষকদের সাথে নাটাবের মতবিনিময় সভা

August 21, 2016,

স্টাফ রিপোর্টার॥ যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব মৌলভীবাজার জেলা শাখার উদ্দ্যেগে ২০ আগষ্ট শনিবার বিকেল ৫টায় মৌলভীবাজারস্থ পাঁচভাই রেষ্টুরেন্টে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাটাবের জেলা শাখার সভাপতি রেজা আহমদ বেনজির এর সভাপতিত্বে ও যুগ্ন-সাধারণ সম্পাদক সৈয়দ শাহিন মিয়া’র পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাটাবের জেলা সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার ব্যাংক অফিসার্স এসোসিয়শনের সভাপতি এডভোকেট আবু তাহের। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী, ডাঃ সৈয়দ আক্তার হোসেন ও পাতাকুঁড়ির দেশ পত্রিকার সম্পাদক এডঃ নুরুল ইসলাম সেফুল প্রমুখ। বক্তারা মতবিনিময় সভায় যক্ষ্মা নিরোধের বিভিন্ন কৌশল ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং যক্ষ্মা নিরোধে শিক্ষকদের ভূমিকা গুর”ত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com