শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে শ্রীমঙ্গলে এ্যাকটিভ মাদার্স ফোরামের সাথে সনাকের মতবিনিময় সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গলের উদ্যোগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহায়তায় প্রাথমিক শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে বরুনা ফয়জুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ্যাকটিভ মাদার্স ফোরামের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই রোববার সকালে স্বজন সহসমন্বয়কারী রহিমা বেগম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রারম্ভিক সূচনা বক্তব্যে বিস্তারিত আলোচনা করেন টিআইবির এরিয়া ম্যানেজার জনাব পারভেজ কৈরী। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বরুনা ফয়জুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সুশান্ত কুমার পাল, টিআইরিব এ্যাডমিন এন্ড ফাইন্যাান্স ম্যানেজার জনাব মাহবুবুল আলম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সনাক শ্রীমঙ্গল এর ইয়েস সদস্যবৃন্দরা।
অত:পর মাদার্স ফোরামের সাথে এজেন্ডা ভিত্তিক আলোচনা শুরু হয় এবং আলোচ্য বিষয়গুলো ছিল, বরুনা ফয়জুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যক্তিগতভাবে ও সম্মিলিতভাবে স্কুলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা প্রসঙ্গে, বিদ্যালয়ের সেবা প্রাপ্তির ধরন, উপবৃত্তি, বাস্তবায়িত প্রকল্প এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা প্রসঙ্গে, স্কুলের কার্যক্রমে মায়েদের উপস্থিতি ও অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা প্রসঙ্গে। যেমন, মায়েদের সাথে যোগাযোগ, বিভিন্ন সভা/সমাবেশে আসার জন্য উদ্বুদ্ধ করা ইত্যাদি; স্কুলের বিভিন্ন সমস্যার তালিকা তৈরী ও তা সমাধানে প্রধান শিক্ষক, এসএমএসি সভাপতি এবং অভিভাবক প্রতিনিধিদের সাথে নির্দিষ্ট সময় অন্তর অন্তর সভা ও আলোচনা করা প্রসঙ্গে, স্কুলের কার্যক্রম ও ছেলেমেয়েদের লেখাপড়ার উন্নয়নের স্বার্থে নিজ এলাকার মায়েদের সাথে আলোচনা করা/উঠান বৈঠক করা প্রসঙ্গে, বিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে সকল ধরনের তথ্য উন্মুক্ত করার দাবী উত্থাপন প্রসঙ্গে; যেমন- নাগরিক সনদ, উপবৃত্তি প্রাপ্তদের তালিকা, উপবৃত্তি পাওয়ার শর্তাবলী ইত্যাদি; বিদ্যালয়ে কোন অনিয়ম হচ্ছে কিনা যেমন, শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেয়া, অতিরিক্ত পরীক্ষার ফি আদায়, উপবৃত্তি প্রদানে অনিয়ম, শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি ইত্যাদি পর্যবেক্ষণ করা প্রসঙ্গে সরকার থেকে প্রাপ্ত উন্নয়ন বরাদ্দ সঠিক খাতে ব্যয় হচ্ছে কিনা তা পর্যালোচনা সভার মাধ্যমে নজরদারী করা প্রসঙ্গে স্থানীয় সম্পদ সংগ্রহ করা প্রসঙ্গে (Local resource mobilization)|
মন্তব্য করুন