শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কাজ করতে কুলাউড়ার সামাদের লাইবেরিয়া গমন

October 27, 2016,

কুলাউড়া অফিস : পার্টনারশীপ স্কুল লাইবেরিয়া এর আওতায় সেদেশের শিক্ষার উন্নয়নে ব্র্যাক ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি হয়ে ৪ অক্টোবর মোঃ আব্দুস সামাদ লাইবেরিয়া গমন করেছেন। তিনি সেখানকার শিক্ষা মন্ত্রণালয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। এছাড়াও তিনি কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন ও আত্মনিভর্রশীল করার জন্য একটি প্রকল্পের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন। জাতিসংঘ শিশু তহবিলের সহায়তায় শিশুবিকাশ ও মেয়ে শিশুর শিক্ষার উন্নয়নে আরও একটি প্রকল্পেও তিনি ব্র্যাকের পক্ষে নেতৃত্ব দেবেন। মোঃ আব্দুস সামাদ কুলাউরা উপজেলার জয়চন্ডী ইউনিয়নের রঙ্গিরকুল গ্রামের মরহুম মাওলানা আব্দুল হাছিব (ক্লিভডনী হুজুরের ৪র্থ ছেলে। সামাদ স্থানীয় বন্দে আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু করেন। দিলদারপুর উচ্চ বিদ্যালয় থেকে অত্যন্ত কৃতিত্তের সাথে মাধ্যমিক উত্তীর্ণ হন। সিলেট সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাশ করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সিটিউট থেকে ক্লিনিক্যাল সমাজকর্ম বিষয়ে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সামাদ তাঁর তৃতীয় মাস্টার্স ডিগ্রি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে অর্জন করেন। কর্ম জীবনে সামাদ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি উন্নয়ন সংস্থায় শিক্ষা বিশেষজ্ঞ হিসেবে অর্ধ যুগেরও বেশি সময় কাজ করেন। তিনি মানবধিকার, নারীপুরুষের সমতা, পড়ার অভ্যাস ও দক্ষতা বৃদ্ধি নিয়ে দেশিয় ও আন্তর্জাতিক সংস্থায় একযুগেরও বেশি সময় থেকে কাজ করছেন। তিনি একটি ইংরেজি মাধ্যমের উচ্চ বিদ্যালয়ের উপাধ্যক্ষ হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেন। সামাদের সহধর্মিণী একটি আন্তর্জাতিক সংস্থার ঢাকা কার্যালয়ে শিক্ষা বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন। বৈবাহিক জীবনে তাঁরা এক সন্তানের গর্বিত পিতামাতা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com