শীতের আগমনে শ্রীমঙ্গলে পাড়ায় পাড়ায় ব্যাটমিন্টন কোর্ট কাটা শুরু
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শীত আসতে আর দেরী নেই। কয়েক দিন পরেই শীতকাল। প্রকৃতিতে বইছে এখন শীতের হাওয়া। আর ব্যাডমিন্টন মানেই শীতের খেলা। শীতের হাওয়া গায়ে লাগতে শুরু করেছে। আমাদের দেশে শীতের আগমন টের পাওয়ার আরেকটি প্রচলিত চিত্র হচ্ছে সন্ধ্যারাতে ব্যাডমিন্টন খেলা। সাধারণত পাড়ার তরুণরাই এই খেলার আয়োজকের ভূমিকায় থাকে । নিজেরা চাঁদা দিয়ে, চাঁদা উঠিয়ে খুব আয়োজন করে এই ব্যাডমিন্টন খেলার প্রাথমিক কাজগুলো শুরু হয়। চাঁদা ওঠেও ভালো। কারণ প্রত্যেকেরই এই ব্যাডমিন্টন খেলাটির প্রতি রয়েছে অপার ভালোবাসা। খেলতে পছন্দ করেন সবাইই। ফলে সন্ধ্যা হলেই ভিড় জমে খেলার কোর্টের সামনে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের পাড়ায় পাড়ায় ছেলে-মেয়ে, তরুণ, বৃদ্ধ সবাই ব্যাডমিন্টন খেলার কোর্ট কাটতে শুরু করেছে। কোন কোন এলাকায় খেলাও শুরু হয়েছে। ব্যাডমিন্টন খেলার এই আমেজ দেখে বোঝা যায় শীত চলে এসেছে। শ্রীমঙ্গল ৩ নং সদর ইউনিয়নে কিছু দিন আগে দেখা যায় ব্যাডমিন্টন খেলা ১ মাস আগেই খেলা শুরু। সপ্তাহ খানিক ধরে সাদি মহল কমিউনিটি সেন্টারে খেলা শুরু হয়েছে। জানা যায় এখন পর্যন্ত শ্রীমঙ্গল শহরের ভেতরেই ২০টির ও বেশি কোর্ট কাটা হয়েছে। অপেক্ষা শুধু শীতের । ব্যাটমিন্ট খেলোয়ার জাহিদ হাসান জানায় আমাদের শাহীবাগ এলাকায় গত দুসপ্তাহ ধরে খেলা শুরু করেছি। প্রতিবারের মত এবারও আমন্ত্রমূলক ব্যাটমিন্টন টুর্ণামেন্ট এর আয়োজন করব। শ্রীমঙ্গল শহরের ব্যাটমিন্টন তারকাররা জানান শীত শুরু হওয়া মাত্রই চার দিকে ব্যাডমিন্টন খেলার ধুম পড়বে। আর শুরু হবে ঘরোয়া বা আমন্ত্রনমূলক টুর্ণামেন্ট।
মন্তব্য করুন