শীতে কাঁপছে পূরো মৌলভীবাজার : দেশের সর্ব নিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে

February 1, 2021,

স্টাফ রিপোর্টার॥ টানা কয়েক দিনের হিমেল হাওয়ায় ও শীতের তীব্রতায় কাঁপছে পূরো মৌলভীবাজার। মাঘ মাসের ৩য় সপ্তাহে হিমেল হাওয়া ও হাঁড় কাপানো শীতে বিপর্যস্থ হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। আজ চলতি শীত মৌসুমে দেশের সর্ব নিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
জেলার উপর দিয়ে এখন বইছে তীব্র শৈত প্রবাহ। সকাল ৭টার পর থেকে ঘন কোয়াশার চাদরে ঢেকে থাকে দিনের অধিকাংশ সময়। বিশেষ প্রয়োজন ছাড়া কেই ঘর থেকে বাহির হচ্ছেননা। দিনে ও রাতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই।
মৌলভীবাজারস্থ শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, ১ ফেব্রুয়ারী সোমবার সকাল ৯ টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত এক সপ্তাহ থেকে সর্বনিম্ন তাপমাত্রা গড়ে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে।
শীতের তীব্রতায় সবচেয়ে বেশী ছিন্নমুল ও দিনমজুররা পড়েছেন সীমাহীন কষ্টে। কন কনে শীত ও হিমেল হাওয়ার কারণে হাওরপাড় ও চা বাগান এলাকার শ্রমজীবি মানুষ ভোগান্তিতে পরেছেন।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স গুলোতে শীতজনিত রোগ সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ঠ ও নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অভ্যাহত রয়েছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভীর প্রতিদিন ভাড়ছে। সরবারি বেসরকারী ভাবে শীত বস্ত্র বিতরণ করা হলে তা প্রয়োজনের তোলনায় অপ্রতুল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com