শুক্রবার সকাল থেকে মৌলভীবাজারে ৩৬ ঘন্টার ধর্মঘট চলছে, যাত্রীদের চরমদূর্ভোগ
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকা ৩৬ ঘন্টার ধর্মঘট চলছে। ধর্মঘটের শুরুতেই জেলা জুড়ে চরম দূর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। ধর্মঘটে দূরপাল্লার বাসসহ স্থানীয় আঞ্চলিক সড়কে চলা বাস ও মিনিবাস বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। বার বার গাড়ি পরিবর্তন করে পিকআপ,টমটম ও সিএনজি চালিত অটোরিকশা দিয়ে যাত্রীরা গন্তব্যে যাওয়ার চেষ্ঠা চালাচ্ছেন।
সিলেট ও ঢাকাসহ অন্যান্য স্থানে যাওয়ার দূরপাল্লার যাত্রীরা চরম দূর্ভোগে পড়েছেন। বিশেষ করে মৌলভীবাজারে শহরে শুক্রবার ১৮ নভেম্বর শুরু হওয়া ১০ কিলোমিটার ও ২১ কিলোমিটার ‘বেঙ্গল কনভেনশন হল’ হাফ ম্যারাথনে অংশ নেওয়া দেশ বিদেশের রানার ও দর্শণার্থীরা দূর্ভোগে পড়েন।
জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান সিএনজি অটোরিক্সার নিবন্ধন বন্ধ,ব্যাটারিচালিত টমটমের অবৈধভাবে চলাচল বন্ধ, ট্রাক লরি, পিকআপ,বৈধ সিএনজি চালিত অটোরিকশার সামনে নিরাপত্তা গ্রিল লাগানো, ক্যাভার্ড ভ্যানে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধসহ মৌলভীবাজার জেলায় একটি স্থায়ী ট্রাক স্ট্যান্ড নির্মাণের দাবিতে তারা এই ধর্মঘট ডেকেছেন।
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘন্টার এই ধর্মঘট চলবে। ধর্মঘটের কারণে জেলার প্রতিটি উপজেলার সাধারণ যাত্রীরা দূর্ভোগে পড়েছেন। অনেকেই জরুরী প্রয়োজনে ঘর থেকে বের হয়ে সড়কে গাড়ির অপেক্ষা করছেন।
আবার অনেক দূরপাল্লার যাত্রীরা প্রাইভেট গাড়ি অতিরিক্ত ভাড়া দিয়ে রির্জাভ নিয়ে গন্তব্যে ছুটছেন। এদিকে সিলেটে বিএনপির গণসমাবেশকে সামনে রেখে হঠাৎ করে এই ধর্মঘট ডাকা হয়েছে বলে অভিযোগ করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান।
তিনি গণমাধ্যমকর্মীদের বলেন সরকার নিরীহ বাস মালিকদের নিয়ে ধর্মঘট দিয়ে হাস্যকর ও হঠকারী কাজ করছে। ধর্মঘট দিয়ে কোন লাভ নেই। এই নাটক মঞ্চায়িত হবে তা নেতাকর্মীসহ সারা দেশের মানুষেরই জানা। তাই নেতাকর্মীরা আগে থেকেই সমাবেশস্থলেই পৌঁছেছেন ও পৌঁছাচ্ছেন।
নেতাকর্মীরা এসব ধর্মঘট ও বাধা বিপত্তি এখন আর তোয়াক্কা করে না। সিলেটের গণ সমাবেশে ২ লাখেরও বেশী মানুষ হবে। ওই গণসমাবেশ দেশের অন্যান্য বিভাগের মত অবশ্যই সফল ও স্বার্থক হবে। এই গণসমাবেশ থেকে সিলেট বিভাগের লোকজন এই ফ্যাসিবাদী সরকারকে লালকার্ড দেখিয়ে দেবে।
মন্তব্য করুন