শেখবাড়ি মাদরাসার আঞ্জুমানে হেফাজতে ইসলাম ছাত্র সংসদের উদ্বোধনী অনুষ্ঠান
এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ বাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া মাদানিয়া শেখবাড়ি মাদরাসার ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের আঞ্জুমানে হেফাজতে ইসলাম ছাত্র সংসদের প্যানেল ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার ৩ আগস্ট বিকাল ৫টায়, শেখবাড়ি মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আঞ্জুমানে হেফাজতে ইসলাম ছাত্র সংসদের ২০১৭-২০১৮ সেশনের প্যানেল ঘোষনা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদরাসার শিক্ষার্থীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন বরুণার পীর, শেখবাড়ি জামিয়ার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী।
তিনি বক্তৃতায় বলেন-‘একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম অর্জন করতে হবে। পার্থিব কোনো উদ্দেশ্যে তা অর্জন করা যাবে না।
তিনি আরও বলেন-‘কুরআন-সুন্নাহর চর্চা ও অনুসরণের অভাব হলে সমাজে সকল অঙ্গনে দুর্নীতি ও অনাচার দেখা দিবে। বিজ্ঞান ও প্রযুক্তিতে সমাজ যতই উন্নতি লাভ করুক ঈমান ওআল্লাহভীতি না থাকলে তা মানুষের ক্ষতি ও অকল্যাণে ব্যবহৃত হবে। মানুষের সকল আবিষ্কারকে অর্থপূর্ণ ও কল্যাণমুখী করার জন্যই অপরিহার্য প্রয়োজন ইলমে ওহীর চর্চা। ইসলামের অপব্যাখ্যা ওবিভিন্ন বাতিল মতবাদের স্বরূপউন্মোচন করে সঠিক ইসলামী শিক্ষা ও ইসলামী চিন্তাধারাপরবর্তী প্রজন্মের নিকট পৌঁছে দেয়াও আলেমদের কর্তব্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ আফজল আহমদ হামিদী। তিনি বক্তৃতায় বলেন-‘জামিয়া মাদানিয়া শেখবাড়ি মাদরাসাটি গতানুগতিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম নয়। কুরআন, হাদিস, আকাইদ, ছরফ, নাহু, ফিকহ, বালাগাত, মানতিক, বাংলা, ইংরেজি, আরবি, ভূগোল, দর্শন, ইতিহাস, অর্থনীতি, কম্পিউটারসহ বৈষয়িক পর্যায়ে আরবি-বাংলা সাহিত্য বিষয়েছাত্রদেরকে যোগ্য ও দক্ষ হিসাবে গড়তে শেখবাড়ি জামিয়ার রয়েছে সময়োপযোগী বিশেষ পরিকল্পনা। সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে জামিয়া সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। থাকা-খাওয়া, আবাসন ব্যবস্থাপনাসহ ফলাফলের দিক দিয়ে মৌলভীবাজার জেলার সেরা জামিয়া। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষে রয়েছের সাপ্তাহিক সভার বিভিন্ন আয়োজন।
শেখবাড়ি জামিয়ার মঈনে মুহতামিম মাওলানা সা’দ আহমদ আমিন বর্ণভী ও মাওলানা শাব্বির আহমদ ফতেহপুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে
বক্তব্য দেন মাদরাসার শিক্ষাসচিব হাফেজ মাওলানা সালমান আহমদ, দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গলের ভাইস প্রিন্সিপাল সাংবাদিক কলামিস্ট মাওলানা এহসান বিন মুজাহির প্রমুখ।
মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুককে প্রধান উপদেষ্টা ও ভাইস প্রিন্সিপাল মাওলানা আহমদ আফজল বর্ণভীকে উপদেষ্টা করে মাদরাসার মঈনে মুহতামিম মাওলানা সাদ আহমদ আমিন বর্ণভীকে ছাত্র সংসদের সভাপতি ও মাওলানা শাব্বির আহমদকে কার্যকরি কমিটির সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়।
এছাড়াও ছাত্র সংসদের কমিটিতে জিএস, এজিসসহ বিভিন্ন পদে শিক্ষার্থীদের নাম ঘোষণা করে ছাত্র সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে ২০১৭-২০১৮ সেশনের প্যানেল ঘোষনা করা হয়।
বর্ণাঢ্য অনুষ্ঠানে শেখবাড়ি মাদরাসার সকল শিক্ষকসহ, শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন