শেখ হাসিনার নির্দেশ উপেক্ষিত, মৌলভীবাজারে হয়নি জঙ্গী বিরোধী কমিটি
স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে এবং ১৪ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী জঙ্গী বিরোধী কমিটি গঠন করে তা প্রতিরোধ করার কথা ছিল। কিন্তু আ’লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও দল থেকে চিঠি পেয়েও এখনও মৌলভীবাজার জেলার সকল উপজেলা. পৌর এলাকাও পাড়া-মহল্লা, গ্রাম গঞ্জে সন্ত্রাস বিরোধী কমিটি গঠনের কোন উদ্যোগ নেয়নি মৌলভীবাজার জেলা আ’লীগ। তথ্য নিয়ে জানা যায়, ২১ জুলাই বৃহস্পতিবারের মধ্যে জেলার সকল উপজেলা ও পৌরসভা এলাকায় কমিটি ঘোষণার কথা থাকলেও এখনও মৌলভীবাজার সদর, পৌরসভা, শ্রীমঙ্গল উপজেলা, পৌরসভা, কুলাউড়া উপজেলা, পৌরসভা, কমলগ্ঞ্জ উপজেলা, পৌরসভা, রাজনগর উপজেলা, বড়লেখা উপজেলা, পৌরসভায় এখনও জঙ্গী বিরোধী কমিটি করেনি স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দ। এ ব্যাপারে মৌলভীবাজার জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদের কাছে জানতে চাইলে তিনি জানান, ঢাকা থেকে চিঠি হাতে পেতে বিলম্ব হয়েছে এ জন্য সকল উপজেলা পৌরসভা ও ইউনিয়নে সময়মত চিঠি পৌছাতে না পারায় নির্দেশনার তারিখ অনুযায়ী কমিটি করা সম্ভব হচ্ছে না। তবে দুই তিন দিনের মধ্যে সকল উপজেলার কমিটি ঘোষনা করা হবে। কুলাউড়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রেনু, শ্রীমঙ্গল পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, কুলাউড়া পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলী ও বড়লেখা পৌর আ’লীগের সভাপতি আব্দুল আহাদের কাছে জানতে চাইলে তারা জানান, এ সপ্তাহের মধ্যে করবেন আবার কেউ বলেন দুই তিন দিনের মধ্যে মতবিনিময় করে কমিটি করবেন।
মন্তব্য করুন