শোকাবহ আগস্ট শুরু উপলক্ষে মৌলভীবাজারে শোক র‌্যালী

August 3, 2024,

শাহরিয়ার খান সাকিব॥ শোকাবহ আগস্ট মাস উপলক্ষে মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে এক শোক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার ১ আগস্ট শহরের বেরীরপার মোড় থেকে র‌্যালী বের করা হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ মোড়ে গিয়ে শেষ হয়। শোক র‌্যালী শেষে এক সংক্ষিপ্ত পথ সভার আয়োজন করা।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনে সাংসদ মো. জিল্লুর রহমান।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী জামায়াত-শিবিরের চালানো তাণ্ডবের নিন্দা জানিয়ে মৌলভীবাজার-৩ আসনে সাংসদ মো. জিল্লুর রহমান নাশকতাকারীদের সতর্ক করে বলেন, এই মৌলভীবাজারে জামায়াত-শিবিরের মতো সন্ত্রাসীদের ঠাঁই হবে না।

পথভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি জিল্লুর রহমান শুরুতেই শোকের মাস আগস্টে জাতির পিতা ও তার পরিবারকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। পরে তিনি সাম্প্রতিক ইস্যু নিয়ে নানান কথা বলেন।

এমপি জিল্লুর রহমান এসময় জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন— এই ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্র শিবির-জামাত প্রবেশ করে সাধারণ মানুষ আর শিক্ষার্থীদেরকে হতাহত করছে। দেশের সম্পদ মেট্ররেল-বিটিভিতে এরা হামলা চালিয়েছে। এরা চায় নাশকতা। তাই এদের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

জামায়াত-শিবিরের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, যারা এদেশের মানুষের ভালো চায় না, এদেশের মানুষের উন্নতি চায় না। মেহনতি মানুষের উন্নতি এদের ঠাই এই বাংলাদেশে হবে না।

এই বাংলাদেশে থাকবে সাধারণ মানুষ। এখানে থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ। এই দেশে যারা জামায়াত-শিবিরের মতো সন্ত্রাসী কার্যক্রম করে তাদের জায়গা দেওয়া হবে না। এই মৌলভীবাজারের জামায়াত-শিবিরের মতো সন্ত্রাসীদের ঠাই হবে না

এসময় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী সকল আওয়ামী লীগের নেতাকর্মীতে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

শোক মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, গিয়াসনগর ইউপি চেয়ারম্যান গোলাম টিটু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া আহমদ, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন ওয়াহিদ মোহাম্মদ সৈকতসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com