(ভিডিওসহ) শোক দিবসে সীমান্তবর্তী এলাকার মানুষকে নিয়ে বিজিবির নানা আয়োজন

August 15, 2022,

বিকুল চক্রবর্তী॥ শোককে শক্তিতে রুপান্তরিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় জানিয়ে নানা আয়োজনে মৌলভীবাজারে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়ানের উদ্যোগে  সীমান্তবর্তী এলাকায়ও আয়োজন হয় বিভিন্ন কর্মসূচী।

জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলই বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপি সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় আয়োজন করা হয় বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ।

১৫ আগস্ট সকালে এ কর্মসূচীর উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মিজানুর রহমান সিকদার, ডা: মেজর মো. তানভির খান, ডা. মঈনুল ইসলাম, ডা: মমতাজ খলিল মুন্নি, ৪৬ বিজিবির সহকারী পরিচালক মাহফুজুর রহমান ও মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আসিদ আলী।

দিনব্যাপী এ কর্মসীচীতে চা শ্রমিক ও সীমান্তবর্তী এলাকার ৫শ মানুষ চিকিৎসা সেবা নেন। এ ছাড়াও ৪৬ বিজিবির উদ্যোগে কুলাউড়ার চাতলাপুর সীমান্তে শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শ্রীমঙ্গলে শ্রদ্ধার্ঘ অর্পন করেন মৌলভীবাজার -৪ আসনের এমপি ড. মো. উপাধ্যক্ষ আব্দুস শহীদ । এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে অন্ধ চা শ্রমিক সন্তানদেও দেয়া হয় নগদ অর্থ সহায়তা।

বিকেলে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, গ্রিড সংরক্ষন বিভাগ শ্রীমঙ্গল এর উদ্যোগে ১৬৫ জন অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী প্রকৌশলী মো. সোহেল মিয়া, সহকারী ব্যবস্থাপক (হিসাব ও প্রশাসন) প্রভাংশু সরকার।

দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শ্রীমঙ্গল চৌমুহনী চত্ত্বরে আয়োজন করা হয় আয়োজন করা হয় আলোচনাসভা। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জিল্লুর আনাম চেমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছালিক আহমদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com