শোষণহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার প্রত্যয়ে প্রবীণ বাম রাজনীতিবিদ শিশির রঞ্জন দে-এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন

September 1, 2016,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ নেতা ও বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির অন্যতম সদস্য প্রবীণ বাম প্রগতিশীল রাজনীতিবিদ শিশির রঞ্জন দে মেঘন-এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে ১ সেপ্টেম্বর বুহস্পতিবার সকাল ১১ টায় প্রয়াত নেতার কুলাউড়া উপজেলার পৃত্থিমপাশাস্থ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শোষণহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করার শপথ গ্রহণের মাধ্যমে পালন করা হয়। বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক ডা. অবনী শর্মার নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ অনুষ্ঠানে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, প্রবীণ কৃষকনেতা রমজান আলী পাখি, ইমরান আলী, প্রয়াত শিশির দে-মেঘন এর পুত্র পাভেল রঞ্জন দে ও দিপক রঞ্জন দে সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পুস্পস্তক অর্পণ ও শপথ গ্রহণের পর প্রয়াত নেতার বাসভবনে কৃষক সংগ্রাম সমিতির জেলা আহবায়ক ডা. অবনী শর্মার সভাপতিত্বে সংক্ষিপ্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতৃবৃন্দ প্রয়াত নেতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মের উপর আলোচনা করতে গিয়ে বলেন শিশির রঞ্জন দে আমৃত্যু শোষণহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে অগ্রসর করে নিয়ে যেতে হবে। প্রয়াত নেতার অসমাপ্ত কাজ সাম্রাজ্যবাদ সামন্তবাদ বিরোধী জাতীয় গণতান্ত্রিক বিপ্লব তথা কৃষি বিপ্লবের লক্ষ্যে বৃহত্তর কৃষক আন্দোলন গড়ে তোলার জন্য দেশ প্রেমিক গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য প্রয়াত শিশির রঞ্জন দে মেঘন ২০১২ সালের ১ সেপ্টেম্বর বেলা ১১.৪০ টার সময় দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে কুুলাউড়া উপজেলার পৃত্থিমপাশাস্থ নিজ বাসভবনে মৃত্যবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com