শ্রমিক ইউনিয়নের নির্বাচনে কারচুপি রাজনগরে শ্রমিকদের সংবাদ সম্মেলন

September 26, 2017,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে অটো টেম্পু মিশুক সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের রাজনগর শাখার নির্বাচনকে ভুয়া ভোটার তালিকা নিয়ে সাজানো নির্বাচন করা হয়েছে বলে অভিযোগ করেছেন নির্বাচনে পরাজিত প্রার্থীরা।
২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে রাজনগর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী মো. রাজা মিয়া। এসময় শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন। তবে জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
লিখিত বক্তব্য থেকে জানা যায়, জেলা সভাপতি ও সাধারন সম্পাদক অটো টেম্পু মিশুক সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের রাজনগর শাখার নির্বাচনে শ্রমিক নয় এমন কয়েকজনকে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করেন। গত ১৫ সেপ্টেম্বরের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মনাফ মিয়া (নং ৯২৯৬) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হলেও ভোটার তালিকায় তার নাম নেই। ভোটার তালিকায় ওই নম্বরে মুন্সিবাজার ইউনিটের বাতির মিয়ার ছেলে শামীম মিয়া (ক্রমিক: ১৯৬) ও রাজনগর ইউনিটের উছমান মিয়ার ছেলে সুনাই মিয়ার (ক্র: ০৩) নাম রয়েছে। এছাড়াও আবুল বাশার ফজলে (ভো: নং ৬০০), নাজমুল হাসান রুবেল (ভো: নং ১৩৪৯৩), জুনেদ মিয়া (ভো: নং ১৩৮৬০), রাসেল মিয়াসহ (ভো: নং ৯১৪৫) অসংখ্য ব্যাক্তিকে ভোটার করা হলেও তারা কেউ শ্রমিক নন বলে দাবী করেন সাধারণ শ্রমিকরা। অপরদিকে ভোটার নং ১৩৭২৭ এর বিপরীতে রাজনগর ইউনিটের বাবুল মিয়া, আফাজ মিয়া, রাসেল মিয়া নামে তিন জন, ১২৭৪৫ নম্বরের বিপরীতে  মুন্সিবাজার ইউনিটের রাব্বি মিয়া, রুয়েল মিয়া উভয়ের কে অন্তর্ভূক্ত করা হয়েছে।
এই নির্বাচনে বিজয়ী সভাপতি জবলু তালুকদারের ভাই জোসেফ তালুকদার (ভোটার নং ৯১৩৮), শ্যালক জালাল উদ্দিন রুমি (ভোটার নং ১৩৮৫১) উভয়েই কলেজ ছাত্র ও বাবা আব্দুর রব শ্রমিক না হয়েও তালিকায় তাদের নাম রয়েছে।
এদিকে সংবাদ সম্মেলনে দাবী করা হয়, ভোটের তিন দিন আগে ভোটার তালিকা প্রকাশ করা হয়। এছাড়াও মনোনয়ন জমার শেষ তারিখে যাচাই-বাছাই না করে একই দিনে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এসব বিষয় নিয়ে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে কয়েক দফা অভিযোগ করলেও সমস্যা সমাধানে তারা কোনো উদ্দ্যোগ নেননি।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সভাপতি প্রার্থী মো. জামাল মিয়া, হাজী খছরু মিয়া, সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল আলী রবিন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী হোসেন আহমদ রাজা, সহ-সম্পাদক পদে বিজয়ী আব্দুল মনাফ, সহ-সম্পাদক প্রার্থী জিলু মিয়া প্রমুখ।
জেলা সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম বলেন,  খসড়া ভোটার তালিকা দেখে যাছাই করে ২১ আগস্ট প্রত্যেক ইউনিট কমিটি বুঝে পয়েছেন বলে স্বাক্ষর দিয়েছেন। এছাড়াও ইউনিট কমিটি থেকে শ্রমিক কার্ড নিয়েই ভোটার তালিকা করা হয়েছে। এতে আমাদের কোন হাত নেই। তবে, নন ভোটারদের ব্যবাপারে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে আমরা যাচাই করে ব্যবস্থ্যা নেব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com