শ্রমিক ধর্মঘট দূর্ভোগে শিক্ষার্থীরা
সাইফুল্লাহ হাসান॥ সিকৃবি শিক্ষার্থী ‘হত্যাকারী’ সেই চালক ও সহকারীর হত্যা মামলা থেকে অব্যাহতি প্রদানসহ ৭ দফা দাবিতে সকাল-সন্ধ্যা ধর্মঘট করছে পরিবহন শ্রমিকরা।
পরিবহণ ধর্মঘটে অচল হয়ে পড়েছে মৌলভীবাজার শহর। ধর্মঘটের ফলে অফিসগামী কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজিবী সহ সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।
২৯ এপ্রিল সোমবার সিলেট বিভাগসহ মৌলভীবাজারেও চলছে এ ধর্মঘট। দেখা যায় শহরেরর গুরুত্বপূর্ণ সড়কে আন্দেলনকারীরা পিকেটিং করেছেন এবং আটকে দিচ্ছেন সিএনজি, অটোরিকশা ও টমটমকে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীসহ শিক্ষার্থীদের।
শহরের চৌমুহনা এলাকায় প্রতিদিন যানজট লেগেই থাকত। পরিবহণ ধর্মঘটে চৌমূহনা এলাকায় তেমন যানজট লক্ষ্য করা যায়নি। লোকজন প্রয়োজনীয় কাজে হেঁটে হেঁটে গন্তব্য স্থলে যাচ্ছেন।
এদিকে জানা যায়, শিমুতলা বাজারে আন্দেলনকারীরা সকাল থেকে গাড়ি আটকাচ্ছে। পুলিশ যাওয়ায় আন্দেলনকারীরা পালিয়ে যায়। পরে দুপুর থেকে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়।
ধর্মঘটে চলছে একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা। এতে পরীক্ষার্থীরা পড়েছেন চরম বিপাকে। দেখা যায় শিক্ষার্থীরা দল বেধে হেঁটে হেঁটে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।
একজন পরীক্ষার্থী জানান, আমি শিমুলতলা বাজার থেকে হেঁটে হেঁটে শহরে আসি। কোনো গাড়ি পাওয়া যায় নি।
উল্লেখ্য,২৩ মার্চ বিকেলে ঢাকা-সিলেট রোডের মৌলভীবাজারের শেরপুর এলাকায় সিলেট কৃষি বিশ্বিবিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ ওয়াসিমকে উদার পরিবহনের একটি বাসে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের সহকারী ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ওয়াসিমের মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চালক ও হেলপারকে আটক করে।
মন্তব্য করুন