শ্রীমঙ্গলের কৃতি সন্তান সুস্মিত বুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের কৃতি সন্তান সুস্মিত বুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ন হয়েছে। সে শ্রীমঙ্গলের সবুজবাগ আবাসিক এলাকার প্রয়াত ইন্দ্র মোহন দাশ গুপ্তের পৌত্র এবং অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা সুশান্ত দাশ গুপ্ত ও শিউলি দাশ গুপ্তের জেষ্ঠ্য সন্তান। সুস্মিত দাশ গুপ্ত সর্বশেষ ঘোষিত বুয়েটের ভর্তি পরীক্ষার ফলাফলে মৌলভীবাজার জেলা থেকে একমাত্র কৃতকার্য হিসাবে উত্তীর্ন হয়েছে।
ইতিপূর্বে রুয়েট, কুয়েট, ঢাকা বিশ্ব-বিদ্যালয়, রাজশাহী বিশ্ব-বিদ্যালয় ও খুলনা বিশ্ব-বিদ্যালয় এর ভর্তি ফলাফলেও সুস্মিত কৃতাকার্য হয়েছে। সে ২০১৪ সালে শ্রীমঙ্গলের দি বাড্স রেসি: মডেল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ন হয়ে ঢাকা সিটি কলেজে ভর্তি হয়ে। সেখান থেকে ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ন হয়। সুস্মিত বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব ব্রজ গোপাল ভৌমিক(রঞ্জন) এর সহধর্মিনী ছন্দা ভৌমিক এর ভাইপো। এই কৃতকার্যের জন্য সুস্মিত তার শ্রদ্ধেয় সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে যেন তার অভিষ্ঠ লক্ষ্যে পৌছাতে পারে এজন্য সে সকলের কাছে আশীর্বাদ ও দোয়া প্রার্থনা করেছে।
মন্তব্য করুন