(ভিডিওসহ) শ্রীমঙ্গলের পৃথক স্থান থেকে কয়েক টুকরো মানুষের হাত পা উদ্ধার
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মীর্জাপুরের পাচাউন এলাকা থেকে পৃথক স্থান থেকে মানুষের হাত ও পায়ের বিভিন্ন অংশ উদ্ধার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে জায়গাটি ঘিরে রেখেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ২১ জুন দূপুরে পাচাউন গ্রামে কৃষক মাখন দেবের মুখি ক্ষেতে মানুষের দেহ থেকে খন্ডিত একটি পা দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দেখতে পায় কমর থেকে হাঁঠু পর্যন্ত এক টুকরো এবং হাঁঠু থেকে পায়ের নিচের অংশ আরেক টুকরো। পাশে একটি প্লাস্টিকের ছোট বস্তা রয়েছে। ধারণা করা হচ্ছে প্লাস্টিকের ওই বস্তাতে পায়ের এ টুকরা গুলো ছিলো।
পরে ওই দেহের বাকী অংশ খোঁজতে গিয়ে প্রায় অর্ধ কিলোমিটার দূরে একই গ্রামের সুশাঙ্ক দত্তের বাঁশঝারে একটি হাত ও পাশে গৌরাঙ্গ দত্তের বাঁশঝারে আরও একটি হাতের সন্ধান মিলে।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালেক ঘটনার সত্যত্যা স্বীকার করে জানান, মুখমন্ডল সহ দেহ খুঁজা হচ্ছে। ধারণা করছেন এটি কোন নারীর হাত পা হতে পারে। পা ও দুটি হাত উদ্ধার করে ডিএনএ প্রোপাইলিং এর জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৌলভীবাজার পিবিআই এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মন্তব্য করুন