শ্রীমঙ্গলের বরুণা মাঠে সবচেয়ে বড় জুমআ নামাজ অনুষ্ঠিত : বরুণা মাদরাসার ছালানা ইজলাস শুরু

December 22, 2023,

এহসান বিন মুজাহির : সিলেট বিভাগের বরেণ্য বুজুর্গ, শায়খুল আরব ওয়াল আজম মাওলানা হোসাইন আহমদ মাদানি (রহ.) এর খলিফা, আল্লামা শায়খ লুৎফুর রহমান বর্ণভী (রহ.) প্রতিষ্ঠিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বহুমুখী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন (ছালানা ইজলাস)  শুক্রবার ২২ ডিসেম্বর সকাল ১০টায় বরুণা মাদরাসার সদরে মুহতামিম মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভীর উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে শুরু হয়।  এ সম্মেলনকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও শ্রীমঙ্গলের হাইল হাওর প্রান্তর থেকে শুরু করে গোটা এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। বরুণা মাদরাসার এই সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।

সিলেট বিভাগের সর্ববৃহৎ এই মহাসম্মেলনে অংশ নিতে দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা শুক্রবার সকাল থেকেই মাদরাসা ময়দানে এস জমায়েত হয়েছেন। বিশেষ করে বরুণার ছালানা ইজলাসের মাঠে সিলেট বিভাগের সবচেয়ে বড় জুমআর জামাতে শরীক হতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আলেম-ওলামা, ইমাম-খতিব, বুজুর্গ, বুদ্ধিজীবী, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সাধারণ মানুষসহ হজরত শায়খে বর্ণভীর (রহ.) মুরিদানের ঢল নামে বরুণা মাদরাসা ময়দানে।  সিলেট বিভাগে আজ সবচেয়ে বড় জুমআ বরুণা মাঠে অনুষ্ঠিত হয়।

জুমআর নামাজের পূর্বে বয়ান এবং জুমআর নামাজের ইমামতি করেন বরুণা মাদরাসার প্রিন্সিপাল ক্বারী মাওলানা শেখ বদরুল আলম হামিদী।

বক্তাদের মাঝে জুমআর নামাজে অংশ নেন দেশের জনপ্রিয় ইসলামি স্কলার মাওলানা আলী হাসান উসামা। বাদ আসর তিনি ছালানা ইজলাসে বয়ান করবেন বলে মাদরাসা সূত্রে জানা গেছে।

বিকেল ৩টায় সরজমিন দেখা যায়,বাদ জুমা থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের জিকির আসকারসহ বিভিন্ন ইবাদত বন্দেগিতে বরুণা মাদরাসা ময়দান এক পবিত্র পুণ্যভূমিতে পরিণত হয়।

দিবারাত্র ব্যাপী এ সম্মেলনে সভাপতিত্ব করবেন বরুণা মাদরাসার সদরে মুহতামিম মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভীর। এর আগে দীর্ঘদিন সভাপতিত্ব করেছিলনে বরুণা মাদরাসার সদরে মুহতামিম ও আঞ্জুমানে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদী। তিনি ২০২০ সালের ৯ অক্টোবর ইন্তেকাল করেন।

বরুণা মাদরাসার সদরে নায়েবে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী জানান, সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে লাখো ভক্ত-মুরিদ অংশ নেবেন। এছাড়া দেশ-বিদেশের প্রখ্যাত আলেম, ইসলামি চিন্তাবিদ, বরেণ্য ইসলামি স্কলার ও বুজুর্গানে দ্বীন বয়ান পেশ করেন।

ছালানা ইজলাস বাস্তবায়ন কমিটি সূত্রে জানা যায়, এবারের সম্মেলনে উল্লেখযোগ্য আলেমদের মধ্যে আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, শায়খুল হাদিস হাফিজ মাওলানা ওলীউর রহমান বর্ণভী, মুফতি মাহফুজুল হক, মাওলানা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমি, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি, মাওলানা আতাউল হক জালালাবাদি,  মাওলানা গাজি সানাউল্লাহ রাহমানি, অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী, মাওলানা আশরাফ আলী হরষপুরী, মাওলানা উবায়দুর রহমান হুজাইফী, মাওলানা মঞ্জুর রশিদ আফেন্দি, মুফতি মুজিবুর রহমান হাটহাজারি, মাওলানা মেরাজুল হক কাসেমি, মাওলানা নুরুল আমিন খানসহ অর্ধশতাধিক দেশবরেণ্য আলেম-উলামা ও ইসলামী স্কলারগণ বয়ান পেশ করবেন।

বরুণা মাদরাসাটি ১৯৪১ সালে প্রতিষ্ঠা করেন আল্লামা শায়খ লুৎফুর রহমান বর্ণভী। বরুণা মাদরাসায় দারুল উলুম দেওবন্দের সিলেবাস অনুসরণের পাশাপাশি কম্পিউটার প্রক্ষিণ, কারিগরি শিক্ষা ও ইলেকট্রিকসহ বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। দ্বীনি এই প্রতিষ্ঠানটি সামাজিক উন্নয়ন ও মানবতার কল্যাণে নিবেদিত। এই মাদরাসার উদ্যোগে সমাজের গরিব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণের পাশাপাশি টিউবওয়েল, সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার বিতরণ করা হয়। বরুণা মাদরাসার সৌন্দর্য বাড়িয়েছে মসজিদে আবু বকর। এখানে একসঙ্গে ৭ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এত বড় মসজিদ সিলেট বিভাগে আর নেই। বর্তমানে বরুণা মাদরাসার সদরে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভী। আর নায়েবে সদরে মুহতামিম হলেন মাওলানা শেখ নুরে আলম হামিদী ও প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন মাওলানা শেখ বদরুল আলম হামিদী। আজ শেষ রাতে লাখো মানুষের অংশগ্রহণে দেশ-জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করবেন ফেদায়ে ইসলাম আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদীর (রাহ.) পুত্র, বরুণা মাদরাসার প্রিন্সিপাল ক্বারী মাওলানা শেখ বদরুল আলম হামিদী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com