শ্রীমঙ্গলের বিদেশী যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ১৪ জন যাত্রী আহত
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের উত্তরসুর এলাকায় সখিনা সিএনজি রিফুয়েলিং স্টেশনের সামনে বিদেশী যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাসটি পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ১৪ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্য ট্রাকের ড্রাইভারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ৩০ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ১০ টায় উপজেলা উত্তরসুর এর সখিনা সিএনজি রিফুয়েলিং স্টেশন এলাকায়।
স্থানীয় এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্র জানায়, ৩০ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার থেকে শ্যামলী পরিবহনের একটি বাস বিদেশগামী যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে শ্রীমঙ্গলগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর সদস্যরা আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করেন। তাদের মধ্যে ট্রাকচালক বাদল মিয়ার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে থেকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গাড়ীতে থাকা বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানাযায়। জানাযায়,ওই গাড়ীতে ৩৫ জন বিদেশী যাত্রী ছিলেন এবং তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্য একটি গাড়ী যোগে তাদের বিমান বন্দর পাঠানো হয়।
মন্তব্য করুন