শ্রীমঙ্গলের সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপন
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ দেশবাসীকে বর্ধিতহারে বৃক্ষরোপনের জন্য প্রধানমন্ত্রীর আহ্বানের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে সারাদেশের মতো মৌলভীবাাজারের শ্রীমঙ্গলের ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একযোগে বৃক্ষরোপণ করা হয়েছে।
২৩ জুলাই রবিবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে উপজেলার সবকটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রতি শিক্ষক ১টি করে বৃক্ষের চারা রোপন করেন। এসব অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, জ্যোতিষ রঞ্জন দাশ, বিদ্যালয়গুলোর এসএমসি সভাপতি, প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এদিকে শহরের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ে কর্মরত ১১ জন শিক্ষক ১টি করে ১১টি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ ৪টি মোট ১৫টি বৃক্ষের চারা রোপন করা হয়। দুপুর ১২.১৫ ঘটিকায় এসএমসি সভাপতি ইসমাইল মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বৃক্ষের চারা রোপন করেন। এসময় এসএমসি ও পিটিএ সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন