শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো মেধাবী ও সর্বোচ্চ উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও টিফিন বক্স বিতরণ অনুষ্ঠান
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী ও সর্বোচ্চ উপস্থিতিদের মধ্যে পুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুস্কার বিতরনী শেষে সকল শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরন করা হয়।
রোববার ৩০ এপ্রিল দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুস শহীদ এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা: মো: একরামুল কবীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সামছুল হক উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, বর্তমান টিলা ক্লার্ক জাগছড়া চা বাগান, শ্রীমঙ্গল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, দৈনিক জাতীয় অর্থনীতির শ্রীমঙ্গল ও কমলগঞ্জ প্রতিনিধি বিক্রমজিত বর্ধন, দৈনিক খোলা কাগজের শ্রীমঙ্গল প্রতিনিধি তোফায়েল আহমেদ পাপ্পু, বিদ্যাললয়ের ম্যানেজিং কমিটির সদস্য বৈকুন্ঠ চাষা, কুয়েত প্রবাসী মো: আব্দুর রউফ, আলহাজ্ব মো: আব্দুল হাশিম, আব্দাল আহমেদ প্রমুখ। এছাড়াও কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা সহ সকল শিক্ষার্থীরা এবং অবিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১৫ জন মেধাবী শিক্ষার্থী ও ২০ জন সেরা উপস্থিতিদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়। এবং ১৫৬ জন শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়।
মন্তব্য করুন