শ্রীমঙ্গলে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে আটক ১
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় অবৈধ ভাবে উত্তোলিত বালু লোড করার সময় একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।
গতকাল ১৬ মার্চ শ্রীমঙ্গল থানার এসআই সুজন কান্তি পাল সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া বটতল থেকে বালু ব্যবসায়ী মো. আব্দুছ সালাম (৫৫) কে আটক করেন।
গ্রেপ্তারকৃত আব্দুছ ছালেক ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আলীয়াবাদ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, অবৈধ ভাবে উত্তোলিত বালু বহনের দায়ে রেজিঃ নং-সিরাজগঞ্জ-ট-১১-০১০৯ ট্রাক এবং ট্রাকে রক্ষিত ৪০০ ঘনফুট সিলিকা বালু জব্দ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, অবৈধ ভাবে বিভিন্ন সরকারি ছড়া ও জমি হইতে বালু উত্তোলন করিয়া ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করছে। এসব অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন