শ্রীমঙ্গলে অরেঞ্জ উইংস এভিয়েশন একাডেমি-ইউএসএ-বাংলাদেশের সেমিনার

September 26, 2017,

শ্রীমঙ্গল  প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে আকাশ ছোঁয়ার নীল স্বপ্ন  নিয়ে পাইলট প্রশিক্ষন শীর্ষক এক  সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি হোটেলের হল রূমে  অরেঞ্জ উইংস এভিয়েশন একাডেমি-ইউএসএ-বাংলাদেশের উদ্যোগে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাফফুজুল ইসলাম। নাজমুল হক নজীর’র সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন পুলিশের সাবেক  আইজিপি আব্দুল মালেক খসরু, অরেঞ্জ উইংস এভিয়েশন একাডেমির চেয়ারম্যান আমির হোসেন, ড. মুতাকাব্বির মাসুদ, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. জসিম, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, আবু সিদ্দিক মুসা ও শ্রীমঙ্গল প্রেসক্লাব সম্পাদক এম ইদ্রিস আলী । এসময় উপস্থিত ছিলেন শিল্পী রাজিব রায়, কলামিষ্ট সৈয়দ আমিরুজ্জামান, সাংবাদিক দিপঙ্কও ভট্টাচার্য লিটন, সাইফুল ইসলাম, মামুন আহমেদ, আনোয়ার হোসেন জসিমসহ  শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেছেন, তথ্য প্রযুক্তির যুগে পৃথিবী দ্রুত বদলাচ্ছে। বক্তারা আধুনিক যুগের সাথে তাল মিলে পথ চলতে পাইলট প্রশিক্ষনের মত দক্ষ জনশক্তি তৈরি করে দেশকে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান।
সেমিনারে  মাহফুজুল ইসলাম বলেন, ফ্লোরিডা ভিত্তিক পাইলট প্রশিক্ষন অরেঞ্জ ইউংস প্রতিষ্ঠানটি একমাত্র বাংলাদেশী  প্রতিষ্ঠান হিসাবে আমেরিকাসহ বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। এভিয়েশন পাইলটের মত রোমাঞ্চকর ও জটিলতাপূর্ণ পেশায় এদেশের শিক্ষিত যুব সমাজকে সংশ্লিষ্ট করতে পারলে দেশের ভাবমূর্তি বৃদ্ধিতে সহায়ক ভ’মিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com