শ্রীমঙ্গলে আইডিয়া ওয়াশ প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাকিদের সাথে মতবিনিময়
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়ার ওয়াস প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ একটি রেস্টুরেন্টের হল রুমে প্রোমোটিং ওয়াশ ফর হার্ট টু রিচ কমিউনিটিস ইনক্লুডিং টি গার্ডেন ওয়ার্কাস ইন বাংলাদেশ প্রজেক্ট এনজিও সিমাভী ও ওয়াটারএইড এর সহযোগিতায় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী।
সভায় চা বাগানে শ্রমিকদের নিরাপদ স্যানিটেশনের আওতায় স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার ও মলমূত্র নিষ্কাশন, গৃহস্থালির বর্জ্য, পানি ও ময়লা আবর্জনা অপসারণ, ব্যক্তিগত ও পরিবেশের পরিচ্ছন্নতা, স্বাস্থ্য বিধি, হাইজিন এবং হাত দৌত করার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে মূল প্রতিবেদন তুলে ধরেন এনজিও ‘আইডিয়া’র ওয়াস ফর টি প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক পঙ্কজ ঘোষ দোস্তিদার।
এসময় আরও উপস্থিত ছিলেন আইডিয়ার এডভোকেসি অফিসার বিশ্বজিৎ দেব রায় ও টেকনিক্যাল অফিসার মিনাল কান্তি দাস।
সভায় শ্রীমঙ্গল প্রেসক্লাব ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
মন্তব্য করুন