শ্রীমঙ্গলে আইডিয়া কর্তৃক স্থাপিত ১৬ লক্ষ টাকা ব্যায়ে পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম এর উদ্বোধন
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের মাজদিহি চা বাগানের ৭ নং লাইনে আইডিয়া কতৃক স্থাপিত পাইপ ওয়াটার সিস্টেমের উদ্বোধন করেন শ্্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম। বৃহস্পতিবার সকালে উপজেলার কালাপুর ইউনিয়নে এ প্রকল্পে উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল, মাজদিহি চা বাগানের ম্যানেজার, এসিসট্যান্ট ম্যানেজার. ইউপি মেম্বার, পঞ্চায়েত সভাপতি,পঞ্চায়েত সদস্য,সর্দার ও আইডিয়ার কর্মকর্তা এবং বাগানের সকল স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
জানাযায়, সৌর বিদ্যুৎ প্যানেলের মাধ্যমে পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেমটি ১৬ লক্ষ ৩ হাজার ৬শ ৮৯টাকা ব্যায়ে স্থাপন করা হয়েছে। ১৫৫ টি পরিবারে মোট ৭১৮ জন মানুষ এই নিরাপদ পানির আওতায় আসছে। পূর্বে এলাকায় পানির খুবই সমস্যা ছিল আইডিয়া ওয়াশ প্রজেক্ট এখানে কাজ কাজ শুরুর পর ৭ নং লাইন ও ৪ নং লাইনের কিছু অংশ নিয়ে এই সাপ্লাই সিস্টেমটি করে দেয়। ১৬ টি ট্যাপ স্ট্যান্ডে প্লাটফরম সহ ড্রেনেজ ব্যাবস্থা করে দেওয়া হয়।
প্রধান অতিথি উপজিলা নির্বাহী আফিসার বলেন, শুধু চা বাগান নয় পুরো শ্্রীমঙ্গলে এ ধরনের পাইপ লাইনের মাধ্যমে নিরাপদ পানির ব্যাবস্থা নেই ,কাজেই আইডিয়া যে কাজ করেছে সেটা নি:সন্দেহে একটি ভালো উদ্যোগ্ এটি ব্যাবহার ও রক্ষনাবেক্ষনের দায়িত্ব এখন আপনাদের। পানির অপচয় যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন এবং সকল কাজে এই পানি ব্যাবহার করবেন।
মন্তব্য করুন