শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা

December 30, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  শ্রীমঙ্গলে মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিং, কিশোরগ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায়। ভুনবীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশীদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

গোপেন্দ্রগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়। এছাড়াও স্থানীয় ওয়ার্ড সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও বিকেলে শ্রীমঙ্গল থানা প্রশাসনের আয়োজনে উপজেলার রাজঘাট ইউনিয়নের সিন্দুরখান চা বাগানে অনুষ্টিত হয়েছে বিট পুলিশিং সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এসআই রাকিবুল হাছান, এএসআই মো. আবু মুছা, ৭নং রাজঘাট বিট অফিসার চন্দন বুনার্জি, ইউপি সদস্য মিঠুন বুনার্জি, সিন্দুরখান চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সভায় এলাকার চুরি, ডাকাতি, মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং, বাল্যবিবাহ এবং জুয়া প্রতিরোধসহ এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com