শ্রীমঙ্গলে আওয়া লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

June 23, 2024,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার ২৩জুন সকালে শ্রীমঙ্গল ভানুগাছ সড়কস্থ জেলা পরিষদ অডিটোরিয়মে দলীয় নেতাকর্মীদেও নিয়ে জাতির পিতা বঙ্গব্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।

এ সময় উপজেলা আওয়ামী লীগের  সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহ-সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম-সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, অর্থ সম্পাদক ভানুলাল রায়, সাংগটনিক সম্পাদক মো. ছালিক আহমেদ, পৌর আওয়ামী লীগ নেতা তহিরুল ইসলাম মিলন, শ্রীমঙ্গল উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা উম্মে ফারজানা ডায়না, কৃষক লীগ নেতা আবুতালেব বাদশা, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদক মো. নুরুল আমিন, মৎস্যজিবী লীগের সভাপতি আশিকুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিকলীগসহ দলের অঙ্গ সংগটনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে কৃষিমন্ত্রী আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে “সবুজ ধরিত্রী” কর্মসূচির আওতায় উপজেলা আওয়ামী লীগের বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এসময় কৃষিমন্ত্রী জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আজকের এই দিনে একজন আওয়ামী লীগ পরিবারের সদস্য হিসেবে আমি মনে করি দেশের গরিব দুঃখি মানুষের মুখে  হাসি ফুটাতে হবে। তিনি আরও বলেন, জাতির পিতার বানি ছিল, খাদ্যসামগ্রী আমানি করে আমরা আমাদের পেটের ক্ষুধা নিবারণ করতে পারবোনা। আমরা নিজেরা চাষ করতে হবে, নিজেরা ফসল উৎপাদন করতে হবে। এবং এই ফসল ফলানোর জন্য আমাদের যান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে যাবার সুযোগ তৈরি করতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com