শ্রীমঙ্গলে আগাম দূর্গা পূজা
October 10, 2021,
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের ইছামতি চা বাগানের মঙ্গলচন্ডী মন্ডপে চলছে আগাম র্দূগা পূজা। দেবীপুরাণ চন্ডির বর্ণনানুযায়ী দশভুজা দেবীর ৯টি রূপের কাঠামো তৈরী করে এ পূজার আয়োজন হয়েছে। ব্যাতিক্রমী এ পূজা দেখতে ভক্তরা ভীড় করছেন সেখানে।
বৈদিক বিধানমতে দেবী দূর্গার রয়েছে নয়টি রূপ ব্রম্মচারিনী, কুস্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রী, মহাগৌরি, চন্দ্রঘন্টা ও সিদ্ধিধাত্রী রূপে পূজা চলছে শ্রীমঙ্গলের ইছামতি চা বাগানের মঙ্গলচন্ডী মন্ডপে। নয়দিনের ব্যতিক্রমী এই পূজা মহালয়া থেকে শুরু হয়ে এই পূজা চলবে (১৫ অক্টোবর) বিজয়া দশমী পর্যন্ত। দূর দূরান্ত থেকে হয়েছে ভক্তদের সমাগম।
মঙ্গলচন্ডী মন্ডপে ১১তম এই পূজার আয়োজনে নানা প্রত্যাশা নিয়ে এসেছেন ভক্তরা। অশুভ শক্তির বিনাশ আর দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি প্রত্যাশা সবার।
মন্তব্য করুন