শ্রীমঙ্গলে আগুনে পুড়ে নি:স্ব দুই পরিবার
শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে বসত-ঘরে অগ্নিকান্ডে ঘরের সম্পুর্ণ মালামাল পুড়ে নি:স্ব হয়েছেন দুটিপরিবারের সদস্যরা।
রোববার ১২ জানুয়ারি ভোর বেলা শ্রীমঙ্গলের শহরতলী সবুজবাগ আবাসিক এলাকার উমাপদ দাশ ও মিন্টু দাশের বাড়ির ভাড়াটিয়া মানিক মোদক ও বিষু ঘোষের বসত-ঘরে আগুন লাগে। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই আগুনে পুড়ে দুইটি পরিবারের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে আগুন লাগার খবরে স্থানীয় ওয়ার্ড মেম্বার পিয়াস দাশসহ স্থানীয়রা ছুটে আসেন। বিষু ঘোষ জানান, রাতে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি, হঠাৎ দেখি বসতঘরে আগুন জ্বলছে। ঘরের ভিতর থেকে ফ্রিজ, টাকা-পয়সা কিছুই বের করতে পারিনি। ক্ষতিগ্রস্ত মানিক মোদক ও বিষু ঘুষ জানান, আগুনে পুড়ে তাদের পরিবারের প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সোলায়মান জানান, শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য পিয়াস দাশ ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে সরকারি সহায়তার কথা বলে জানান, আগুন কিভাবে লেগেছে বুঝা যাচ্ছেনা। সম্ভবত রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দীন আগুনে পুড়ে যাওয়া দুটি ঘর পরিদর্শন করেন এবং দুটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকার সহায়তা করেছেন।
মন্তব্য করুন