শ্রীমঙ্গলে আরাফাত কোকোর মৃত্যুবার্ষিকী পালিত
সাইফুল ইসলাম : আলোসভা, দোয়া মাহফল ও শীতবস্ত্র (কম্বল) বিতরণের মধ্যে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, কৃষকদল, যুবদল,ছাত্রদলের যৌথ উদ্যোগে নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করেন।
শনিবার ২৫ জানুয়ারি বিকেলে পৌর শহরের মহসিন অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: ইয়াকুব আলীর সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুরের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা মিল্লাত হোসেন মিরাশদার। উপস্থিত ছিলেন বিএনপির নেতা আতিকুর রহমান জরিফ, আব্দুল মোছাব্বির, আলকাস মিয়া, মকবুল হোসেন, সাইদুল ইসলাম শাহেদ, আব্দুল জব্বার আজাদ, এমদাদুল হক, টিটু দাস, মকবুল হোসেন, মোবারক হোসেন, পরিবহন শ্রমিক নেতা মিসির আলী, যুব নেতা মুরাদ হোসেন সুমন, জেলা ছাত্রদল নেতা আব্দুর রহমান খান পাশা, ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজ, কৃষক দল নেতা তাজু মিয়াসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মো. মহসিন মিয়া মধু গেল ১৬ বছর জিয়া পরিবারের ওপর আওয়ামীলীগ সরকারের অমানবিক দমন-পীড়ন, রাজনৈতিক হয়রানির বর্ণণা করতে গিয়ে বলেন, ‘সেদিন আরাফাত কোকোর মৃতুতে বড় ভাই তারেক রহমান শেষ দেখা দেখতে পারেননি। বিদেশে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সহ্যহীন কষ্ট দেয়া হয়েছিল’। আরাফাত রহমান কোকো সুচিকিৎসা পেলে হয়তো তিনি আজো আমাদের মাঝে বেঁচে থাকতেন’।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার একদিকে দেশকে লুটেপুটে নিঃস্ব করেছে, অন্যদিকে বিএনপিকে নিঃস্ব করতে নির্যাতন-নিপীড়ন, হামলা মামলার মাধ্যমে জর্জরিত করেছেন। বিএনপি গণমানুষের দল, এ দলকে কোনদিন নিঃস্ব করা যাবে না সেটা খুনি হাসিনার জানা ছিল না।
দোয়া-মাহফিল অনুষ্ঠানে মরহুম আরাফাত রহমান কোকো ও মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী।
দোয়া মাহফিল শেষে ১৬০০ দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও শিরনি বিতরন করা হয়।
মন্তব্য করুন