শ্রীমঙ্গলে আলোর শক্তি’র চা শ্রমিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

May 25, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ স্বেচ্ছাসেবী সংগঠন আলোর শক্তি’র উদ্যোগে শ্রীমঙ্গলে চা শ্রমিক পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিরতরণ করা হয়েছে।
২৫ মে বৃহস্পতিবার দুপুরে ভুরভুরীয়া চা বাগান নাচ ঘরে এক অনুষ্ঠান শেষে দরিদ্র শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিরতণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী। এসময় অন্যান্যদের মধ্যে সাংবাদিক শামীম আক্তার হোসেন, সোলেমান আহমেদ মানিক, আবুজার বাবলা, আব্দুস শুকুর, সুলতান মাহমুদ, আলোর শক্তির সভাপতি তছলিম আহমেদ, সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, ছাত্রনেতা আবেদ হোসেন, উজ্জল কান্তি দাস, খোদেজা আক্তার শোভা, উম্মে সাদিকা প্রান্তি, কাবেরিয়া আচার্য্য প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এম ইদ্রিস আলী স্বেচ্ছাসেবী সংগঠন আলোর শক্তি’র সমাজসেবা মূলক কর্মকান্ডের প্রশংসা করে বলেন, সংগঠনের এ উদ্যোগ এখানকার দরিদ্র চা শ্রমিক পরিবারের শিশুদের শিক্ষা ও চরিত্র গঠনের পাশাপাশি স্থানীয় যুব সমাজকে সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষায় ভূমিকা পালনে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com