শ্রীমঙ্গলে ইউনিয়ন পরিষদের সদস্যদের তিন দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের সম্পন্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকার এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন পরিষদের সদস্যদের তিন দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সভা কক্ষে এ সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব ও সহকারী কমিশনার (ভূমি) আশেকুল হক।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, উচ্চ আদালত হতে মামলার চাপ কমাতে, একইসঙ্গে জনগণের কাছে স্থানীয় বিচারব্যবস্থার সুযোগ পৌছে দিতে বাংলাদেশ সরকার ২০০৬ সালে গ্রাম আদালত আইন পাশ করে, যা পরে ২০১৩ সালে সংশোধিত হয়। এই আইন ইউনিয়ন পরিষদকে ছোটখাট মামলার নিস্পতির ক্ষমতা প্রদান করেছে এবং স্থানীয় পর্যায়ে যাতে জনগণ ন্যায় বিচার সহজে গ্রহণ করতে পারে এই বিষয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। গ্রাম আদালত সক্রিয় হলে গ্রামের নারী, অবহেলিত স্থানীয় জনগণ সহজে, সল্প খরচে, দ্রুত সময়ে ন্যায় বিচার পাবেন। সরকার আইনের মাধ্যমে আপনাদের যে বিচারিক ক্ষমতা দিয়েছেন তার সঠিক প্রয়োগ করে গ্রাম আদালতের উপর জনগণের আস্থা অর্জন করতে হবে। প্রতিটি ইউপি চেয়ারম্যান ও সদস্যরা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন তাহলে স্থানীয় পর্যায়ে অনেক অপরাধ কমে যাবে এবং প্রাতিষ্ঠানিক আদালগুলিতে মামলার হার কমে আসবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় মাত্র ৫,০০০/=টাকার মামলার বিচার গ্রাম আদালতে করা হতো, এখন তা বৃদ্ধি পেয়ে ৭৫,০০০/=টাকাতে উর্ত্তীন করা হয়েছে। ফলে স্থানীয় পর্যায়ে অধিক মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে। গ্রাম আদালত সক্রিয় হলে শ্রীমঙ্গলের মামলা নিয়ে মৌলভীবাজার যাওয়ার কোন প্রয়োজন হবে না এবং জনগণের ভোগান্তি ও হয়রানিও কমবে।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মাহাবুব উল আলম ও শ্রীমঙ্গল উপজেলা সমন্বয়কারী তাহমিনা পারভিন, গ্রাম আদালত সহকারী সম্পা রাণী দেব ও কৃষ্ণ মালাকার।
তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণে আশিদ্রোণ ইউপি ও শ্রীমঙ্গল ইউপি থেকে অংশগ্রহণ করেছেন ২২জন সদস্য।
মন্তব্য করুন