শ্রীমঙ্গলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা কর্মসূচি (ভিডিও সহ)
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হলো ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। পবিত্র মাহে রবিউল আওয়ালকে স্বাগত জানিয়ে মোবারক র্যালি বের করেছে বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়ার শ্রীমঙ্গল শাখা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ধ্বনিতে মুখরিত হয় পুরো শহর এলাকা।
১৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে র্যালীটি পুনরায় মাদ্রাসায় এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালিতে আসন্ন পবিত্র জশনে জুলেছে ঈদে মিলান্নবী (সা:) স্বাগত জানিয়ে বিভিন্ন কলেমা ও বানি খচিত ব্যানার ফেস্টুন ছিল। র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মুসলিম জনতা অংশ নেন। পরে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাহবুবুর রহমান সালেহ, আনজুমানে আল ইসলাহ এর সভাপতি মাও: মুজিবুর রহমান আল মাদানী, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, ক্বারী সোসাইটির সভাপতি কাজী মনির উদ্দীন, সাধারন সম্পাদক আব্দুল মুমিন প্রমুখ।
মুসলিম জাহানের ন্যায় সারা দেশের মত শ্রীমঙ্গলেও এই দিনটি উপলক্ষে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
মন্তব্য করুন