শ্রীমঙ্গলে ঈদ-উল আজহার বড় জামাত সম্পন্ন

September 3, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঈদুল আজহার প্রধান জামাত শহরের শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর শনিবার সকাল ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, শ্রীমঙ্গল ও কমলঞ্জের এমপি (মৌলভীবাজার-৪) আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিদ মিয়া মধূ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারসহ স্থানীয় শীর্ষ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারও ধর্মপ্রাণ মুসল্লি প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করেন।
শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল কুদ্দুস নিজামী ১ম জামাতে ইমামতিত্ব করেন। মোনাজাতে দেশ ও জাতীর কল্যান কামনা করা হয়। পরে মুসলল্লীরা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শাহী ঈদগাহে তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। ২য় জামাত সকাল ৭টা ৪৫মিনিটে এবং ৩য় জামাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল পৌর মেয়র শহরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নির্ধারিত স্থানে পশু কুরবানি করে বর্জ্য অপসারণে সহযোগিতা চেয়েছেন।
শাহী ঈদগাহ ছাড়াও উপজেলার প্রতিটি গ্রামে স্থানীয় ঈদগাহ, মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com