শ্রীমঙ্গলে উত্তরণ কর্তৃক পুস্তক-পর্যালোচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

January 1, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে বইকেন্দ্রিক নানান অনুষ্ঠান আয়োজনের এক অনন্য প্রতিষ্ঠান উত্তরণ কর্তৃক স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে পুস্তক-পর্যালোচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

সোমবার ৩১ ডিসেম্বর বিকালে কলেজ রোডস্থ প্রতিষ্ঠানের কার্যালয় এ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রথমা প্রকাশিত ‘একাত্তরের চিঠি’ বইটি নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় সেরা পর্যালোচক হিসেবে তিন শিক্ষার্থী নির্বাচিত হন। নির্বাচিত শিক্ষার্থীরা হলেন, অনার্স ১ম বর্ষের আনিশা চৌধুরী, দ্বাদশ শ্রেণির রহিমা বেগম এবং নবম শ্রেণির শিক্ষার্থী অদ্বিতীয়া পাল অর্পা।

প্রতিযোগীতা শেষে উত্তরন পাঠচক্র ও পাঠক সংঘ এবং উত্তরণ বিতর্ক ক্লাব এর প্রতিষ্ঠাতা ও পরিচালক শ্রীমঙ্গলের সরকারি কলেজের প্রভাষক মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গদ্যশিল্পী অধ্যাপক নৃপেন্দ্রলাল দাস।

বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজ সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক রফি আহমদ চৌধুরী ও সোনালি ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখার এজিএম ও ব্যবস্থাপক মোজাম্মেল হক।

অনুষ্ঠান শেষ অতিথিদ্ব বিজয়ীসহ আরও কয়েকজনের হাতে তুলে দেন পুরস্কার ও সনদপত্র। শিক্ষার্থীদের বইমুখী করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরে বক্তাগণ উত্তরণের ভূয়সী প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com