শ্রীমঙ্গলে উপজেলায় ৯ টি ইউনিয়নের ৬ টিতে নৌকা॥ বাকী ৩ টিতে স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে উপজেলায় ৯ টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ট ভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে রাতে উপজেলা রিটার্নিং অফিসার বেসরকারী ভাবে বিজয়ীদের নাম ঘোষনা করেন। বেসরকারী ভাবে নির্বাচিতরা হলেন ১নং মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রর্তিকের প্রার্থী, আবু সুফিয়ান চৌধুরী,তার নিকটতম প্রতিদ্বন্দ্রী ধানেরশীষ প্রর্তিকের সুফি মিয়া, ২নং ভুনবীর ইউনিয়নে চেরাগ আলী (আনারস, বিদ্রোহী আওয়ামী লীগ), তার নিকটতম প্রতিদ্বন্দ্রী বর্তমান চেয়ারম্যান ,আব্দুর রশিদ(নৌকা), ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নে ভানুলাল রায় (নৌকা) তার নিকটতম প্রতিদ্বন্দ্রী দুদু মিয়া (স্বতন্ত্র),৪নং সিন্দুর খান ইউনিয়নে আব্দুলাহ-আল হেলাল (নৌকা) তার নিকটতম প্রতিদ্বন্দ্রী ইয়াসিন আরাফাত রবিন (ধানের শীষ), ৫নং কালাপুর মুজিবুর রহমান মুজুল (আনারশ,বিদ্রোহী আওয়ামী লীগ), তার নিকটতম প্রতিদ্বন্দ্রী আব্দুল মতলিব (নৌকা), ৬নং আশিন্দোন ইউনিয়নে রণেন্দু প্রসাদ বর্ধন জহর (নৌকা) তার নিকটতম প্রতিদ্বন্দ্রী তাজ উদ্দিন তাজু, (ধানের শীষ), ৭নং রাজঘাট ইউনিয়নে বিজয় বুনাজী (নৌকা), তার নিকটতম প্রতিদ্বন্দ্রী মাখন কর্মকার (স্বতন্ত্র), ৮নং কালিঘাট ইউনিয়নে প্রাণেশ গোয়ালা (নৌকা), তার নিকটতম প্রতিদ্বন্দ্রী পরাগ বাড়ই (স্বতন্ত্র) ও ৯নং সাতগাঁও ইউনিয়নে মিলন শীল (স্বতন্ত্র) ও তার নিকটতম প্রতিদ্বন্দ্রী রঘুনাথ দেব রিংকু (নৌকা)।
মন্তব্য করুন