শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়েছে। ৮ আগষ্ট সোমবার দুপুরে শ্রীমঙ্গলে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের এ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাবেক চিফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদফতর এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল হক। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক কামর”ল হাসান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান হেলনা চৌধুরী, সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, পৌর মেয়র মহসিন মিয়া মধু, দ্বারিকাপাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মুনসুর”ল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মনির ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব বেভুল, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহ্বুবুর রহমান ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমদ সিদ্দিকী। এসময় আরো বক্তব্য রাখেন সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন প্রমুখ।
এর আগে একই স্থানে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী মতবিনিময় ও আলোচনাসভা ও বাল্যবিবাহ বিরোধী শপথ বাক্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন