শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সাথে টিআইবি ও এসিজির মতবিনিময় সভা
এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেছে সচেতন নাগরিক কমিটির (সনাক) টিআইবি শ্রীমঙ্গল ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) শ্রীমঙ্গল উপজেলা শাখা।
মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি সকাল ১১.টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।
টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো: আবু বকর এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক শাহ আরিফ আলী নাসিম, সনাক সদস্য মাহমুদুল ইসলাম সুহেল, রীনা মজুমদার, এসিজি’র আহবায়ক সবুজ মিয়া, যুগ্ম আহবায়ক শাহ মসুদ আহমেদ, হুগলীয়া ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্র এসিজি’র আহবায়ক ফয়জুর রহমান খোকন, যুগ্ম আহবায়ক নয়ন প্রমুখ। মতবিনিময় সভায় অংশ নেয়া এসিজি সদস্যবৃন্দরা হুগলীয়া ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন। এসময় উপস্থিত সনাক সদস্যবৃন্দও উক্ত সমস্যাসমূহ সমাধান কল্পে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য স্বাস্থ্য কর্তৃপক্ষ-কে অনুরোধ জানান। সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
মেডিকেল রিপ্রেজেন্ন্টেটিভদের উপস্থিতি নিয়ন্ত্রণে শীঘ্রই একটি চিঠি ইস্যু করা হবে এবং বিদ্যমান সকল সমস্যা সমাধানের জন্য দ্রুততম সময়ের মধ্যে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হবে। মতবিনিময় সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকেট কাউন্টার এবং ভর্তি হওয়া রোগীদের-কে হ্যান্ড মাইকের মাধ্যমে সিরিয়াল মেইন্টেন্সসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কক্ষ, ওয়াশরুমসহ আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সচেতনতামূলক নির্দেশনা প্রদান করেন সনাক টিআইবিসহ এসিজি স্বাস্থ্য বিভাগের সদস্যরা। পাশাপাশি চিকিৎসা সেবা নিয়ে কারো অভিযোগ থাকলে সনাক, টিআইবি ও কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়।
মন্তব্য করুন