শ্রীমঙ্গলে এডাব’র আয়োজনে ‘এনজিওতে সুশাসন’ শীর্ষক কর্মশালা
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ‘এনজিওতে সুশাসন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৬ মে বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)।
কর্মশালায় সভাপতিত্ব করেন এডাব মৌলভীবাজার জেলার সভাপতি এসএ হামিদ। প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী। পরিচিতি পর্বের পরে তথ্য চিত্রের মাধ্যমে এডাব’র পরিচিতি, নীতিমালা, কার্যক্রম, পরিচালনা পর্ষদ এবং এনজিওতে সুশাসন বিষয়ে কী-নোট উপস্থাপন করেন এডাব সিলেট অঞ্চলের সমন্বয়কারী মো. বাবুল আক্তার।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন এমসিডা’র নির্বাহী পরিচালক মো. তহিরুল ইসলাম মিলন। সঞ্চালনা করেন এডাব মৌলভীবাজারের সম্পাদক পরিতোষ দেব। মুক্ত আলোচনায় অংশ নেন বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়া এর শ্রীমঙ্গল কার্যালয়ের ব্যবস্থাপক পঙ্কজ ঘোষ দস্তিদার। কর্মশালায় এডাব’র সদস্য শ্রীমঙ্গলে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
মন্তব্য করুন