শ্রীমঙ্গলে এতিম ও হাফিজ ছাত্রদের সম্মানে ‘পূণ্যভূমি স্মৃতি পরিষদের ইফতার মাহফিল

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে পূণ্যভূমি স্মৃতি পরিষদর উদ্যোগে দুই শতাধিক এতিম ও হাফিজদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৫ মার্চ শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্টে পূণ্যভূমি স্মৃতি পরিষদের সভাপতি হাফিজ মাওলানা মো. আব্দুল কুদ্দুস নিজামীর সভাপতিত্বে ও পরিষদের সাধারন সম্পাদক দৈনিক ইনকিলাব সাংবাদিক আনোয়ার হোসেন জসিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও জাতীয় পল্লী উন্নয়ন ফেডারেশন’র সিলেট বিভাগীয় পরিচালক জননেতা মো. ফখরুল ইসলাম।
ইফতাতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডন, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজল মাহমুদ, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম, দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম, উপজেলা আল ইসলাহ্ সাধারণ সম্পাদক কাজী মওলানা মো. নাছির উদ্দিন, পৌর আল ইসলাহ সাধারন সম্পাদক এবিএম শামসুদ্দোহা খান আবু বরক, আসদ্দর আলী রোড জামে মসজিদের খতিব সৈয়দ একেএম মঈন উদ্দিন আল ফারুকী, সখিনা সিএনজি ফিলিং স্টেশন এবং হাট বাজারের স্বত্বাধিকারী সমাজসেবক শের আলী হেলাল চৌধুুরী, বর্মাছড়া সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আলী, সাপ্তাহিক পূবদিক পত্রিকার সহকারি সম্পাদক সালা উদ্দিন ইবনে শিহাব, দৈনিক দিনকালের শ্রীমঙ্গল প্রতিনিধি মো. রুবেল আহমদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ দৈনিক খোলাকাগজ প্রতিনিধি এহসান বিন মুজাহির, সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠির নির্বাহী সম্পাদক হাফিজ মিছবাহ্ উদ্দিন যোবায়ের, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নিলয়, জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল পৌর শাখার সাবেক সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম বুলবুল, ছাত্র মজলিস উপজেলা সভাপতি নাইম আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মো. সাদিকুল ইসলাম সাদিক, তালামীযে ইসলামী উপজেলা সাধারন সম্পাদক শায়েল আহমদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মৌলভীবাজার জেলার প্রশিক্ষণ সম্পাদক মোঃ মোজাহিদুল ইসলাম, সিন্দুরখান ইউপি সদস্য শাহজাহান আহমদ, যুবদল নেতা সেলিম মাহমুদ, মেহেদী হাসান, ইমরান আহমেদ, মকবুল হোসেন’সহ প্রমূখ।
উক্ত ইফতার মাহফিলে সামাজিক, রাজনৈতিক, সাংবাদিকসহ নানান শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন