শ্রীমঙ্গলে এ*স্কাফ সিরাপসহ ১ মা*দক কার*বারি গ্রে*প্তার

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে ভারতীয় এস্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৮ এপ্রিল শুক্রবার শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এস আই সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রামের আব্দুর রহমানের ছেলে মাদক কারবারি রিপন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে রিপন মিয়া (২৯) কে আটক করা হয়।
এ সময় রিপন মিয়ার ঘর তল্লাশী করে একটি ঘর থেকে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৪৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, ভারত থেকে অবৈধ পথে আসা এস্কাফ সিরাপ একটি মাদক। এটি ফেন্সিডিলের বিকল্প হিসেবে সেবন করছে মাদক সেবীরা। গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন