শ্রীমঙ্গলে ওয়াটার স্যানেটেশন এ্যান্ড হাইজিন কর্মসুচির এ্যাডভোকেসী কর্মশাল অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ওয়াটার স্যানেটেশন এ্যান্ড হাইজিন কর্মসুচির উপজেলা এ্যাডভোকেসী কর্মশাল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে।
৫ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা সম্মেলন কেন্দ্রে উপজেলা প্রশাসন ও ব্র্যাক ওয়াশ এর আয়োজনে কর্মশালার সভাপতিত্ব করেন ব্র্যাক জেলা প্রতিনিধি মো. আরিফুর রহমান। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব। ওয়াশ প্রোগ্রাম ম্যানেজার সুজন সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল হক, ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নাল আবেদীন টিটো, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বর্ধন ও ওয়াশ এর আঞ্চলিক কর্মকর্তা সুলতানা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএফএইটই এর উপ সহকারী প্রকৌশলী আবুল কাশেম এবং মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত ও ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এ হামিদ প্রমুখ। কর্মশালায় স্বাগত বক্তব্য শেষে প্রেজেক্টরের মাধ্যমে ব্র্যাক ওয়াশ এর বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন ওয়াশ উপজেলা ম্যানেজার শফিকুল ইসলাম। ব্র্যাক ওয়াশ কর্মকর্তারা জানান শ্রীমঙ্গল উপজেলা ৯টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নের ওয়াশ কর্মসুচির কার্যক্রম পারচালিত হচ্ছে।
মন্তব্য করুন