শ্রীমঙ্গলে কথিত ৭ পীরের মাজার ভুয়া ॥ ক্রার্যক্রম বন্ধ করতে পুলিশের নির্দেশ
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল সাত পীরের মাজারে কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে শ্রীমঙ্গল পুলিশ প্রশাসন। শনিবার সন্ধায় শ্রীমঙ্গল থানার এস আই রাব্বি মাজারের কথিত খাদেম মোতাহিরকে এ নির্দেশ দিয়েছেন।
এস আই রাব্বি জানান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয় অতীতে পূর্ব শ্রীমঙ্গলে কোন ৭ পীরের মাজার ছিল না, এটি একটি কপ্লিত ও ভূয়া মাজার। এই মাজারের কার্যক্রম বন্ধের নিদের্শে রয়েছে। পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মাজার বন্ধের বিষয়টি মোতাহির সহ তার অনুসারীদের তিনি জানিয়েছেন।
উল্লেখ্য উপজেলার লালবাগ গ্রামের মনাইউল্লাহ উচ্চ বিদ্যালয়ের পাশে মৃত নূর মিয়ার ছেলে মোতাহির তার নিজের বসত ভিটায় নূরে দরবারিয়া নামে ৭টি কবরস্থান বানিয়ে কল্পিত ৭ পীরের মাজার নাম ধারণ করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। এ ব্যাপারে এলাকায় উত্তেজনা দেখা দিলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তা তদন্তে নামে। তাদের তদন্তে উঠে আসে এটি ভূয়া। তাই প্রশাসন এই মাজারের কার্যক্রম চালাতে নিষেধাজ্ঞাদেয়।
মন্তব্য করুন