শ্রীমঙ্গলে কবি নজরুলের ১৬৮তম জন্মজয়ন্তী পালিত
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে নজরুল আলোচনা, আবৃত্তি ও নজরুল সংগীতের মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮ তম জন্মজয়ন্তী।
শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সুহৃদ শ্রীমঙ্গলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর নৃপেন্দ্র লাল দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান। সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিকাশ দাশ বাপনের সঞ্চালনায় স্বাগত বক্তব্যদেন সাংবাদিক বিকুল চক্রবর্তী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন কবি নানক কান্তি সেন, অধ্যাপক অবিনাশ আচার্য্য, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, ডা: পুস্পিতা খাস্তগীর, শিক্ষক জহর তরফদার, সাংবাদিক কাওছার ইকবাল, শিক্ষক প্রনবেশ চৌধুরী অন্তু, শিক্ষিকা রহিমা বেগম, সুপর্ণা চৌধুরী, জহিরুল মিঠু, সাংবাদিক মামুন আহমদ, শিল্পী সুমন দাশ, শিল্পী শ্যামল আচার্য্য, পার্থ দাশ, সৌম্য অনিন্দ্য, লিপা দে, হেপী রানী দে ও সাংবাদিক সঞ্জয় কুমার দে।
অনুষ্ঠানে আবৃত্তি করেন আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী রাজা, সংগীত পরিবেশন করেন শিল্পী কৃষ্ণা ধর, করুনাময় দাশ মৃত্যুঞ্জয়, প্রান্থ আচার্য্য, পুরবী বৈদ্য, হিয়া দে, প্রজ্ঞা পারমিতা ও ¯েœহা।
মন্তব্য করুন